Death News: সব শেষ...! আচমকা চলে গেলেন কিংবদন্তি শিল্পী, বিনোদন জগতে বিরাট ক্ষতি, বাবাকে হারিয়ে শোকে পাথর এমএম কীরাবনি

Last Updated:

Death News: বিনোদন জগতে বিরাট ক্ষতি৷ তেলুগু চলচ্চিত্র এক কিংবদন্তি কণ্ঠস্বরকে হারিয়েছে। প্রখ্যাত গীতিকার, লেখক এবং চিত্রশিল্পী শিব শক্তি দত্ত হায়দরাবাদের মানিকোন্ডায় তাঁর নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন। বাবাকে হারিয়ে শোকে পাথক জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার এমএম কীরাবনি।

News18
News18
বিনোদন জগতে বিরাট ক্ষতি৷ তেলুগু চলচ্চিত্র এক কিংবদন্তি কণ্ঠস্বরকে হারিয়েছে। প্রখ্যাত গীতিকার, লেখক এবং চিত্রশিল্পী শিব শক্তি দত্ত হায়দরাবাদের মানিকোন্ডায় তাঁর নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বাবাকে হারিয়ে শোকে পাথক জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার এমএম কীরাবনি।
দত্ত সংস্কৃত ভাষার উপর তাঁর গভীর দখল এবং কাব্যিক প্রতিভার জন্য পরিচিত ছিলেন। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান কয়েক দশক ধরে বিস্তৃত ছিল এবং সাম্প্রতিক সময়ের কিছু বিখ্যাত চলচ্চিত্রও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। বয়সজনিত স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।
advertisement
advertisement
১৯৩২ সালে অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রির কাছে কোভুরে কোদুরি সুব্বারাও নামে জন্মগ্রহণকারী দত্ত ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন একজন চিত্রনাট্যকার, চিত্রশিল্পী, গল্পকার এবং সংস্কৃত পণ্ডিত। পরে তিনি শিব শক্তি দত্ত নামটি গ্রহণ করেন এবং কমলেশ ছদ্মনামে চলচ্চিত্র জগতে তার যাত্রা শুরু করেন।
advertisement
বাহুবলী, আরআরআর, মাগধীর, রাজন্না, শ্রী রামদাসু, সাই এবং সম্প্রতি হনুমান-এর মতো ছবিতে তাঁর কাব্যিক অবদান শোনা যায়। তার কিছু স্মরণীয় কাজের মধ্যে রয়েছে রামম রাঘবম, অঞ্জনাদ্রি থিম সং, আম্মা অবনী, নল্লা নল্লানি কাল্লা, এবং অগ্নি স্কালনা, মান্নেলা থিন্টিভিরা। তাঁর প্রাথমিক কর্মজীবনে, দত্ত চলচ্চিত্র নির্মাণের জন্য চেন্নাই চলে যান এবং এমনকি পিল্লানাগ্রোভি নামে নিজের ছবি তৈরির চেষ্টাও করেন। যদিও সেই প্রকল্পটি বাস্তবায়িত হয়নি, তবুও পরিচালককে রাঘবেন্দ্র রাওয়ের সঙ্গে সহযোগিতার দ্বার উন্মোচিত হয়, যার ফলে জানকী রামুডু (১৯৮৮) চলচ্চিত্রটি মুক্তি পায়, যেখানে দত্ত চিত্রনাট্যকার হিসেবে কাজ করেন। ২০০৭ সালে, তিনি চন্দ্রহাস নামে একটি ছবিও পরিচালনা করেন।
advertisement
তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রবীণ অভিনেতা চিরঞ্জীবী, যিনি শোক প্রকাশ বলেন, ‘চিত্রশিল্পী, সংস্কৃত ভাষার পণ্ডিত, লেখক, গল্পকার এবং বহুমুখী প্রতিভা শ্রী শিব শক্তি দত্তের মৃত্যুর খবরে আমাকে গভীরভাবে মর্মাহত করেছে… আমি আমার বন্ধু কীরাবনি এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ সুপারস্টার মহেশ বাবুও ব্যক্তিগতভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার হায়দরাবাদে শিবশক্তি দত্তের শেষকৃত্য হওয়ার কথা রয়েছে। তাঁর আত্মার শান্তি কামনা করি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Death News: সব শেষ...! আচমকা চলে গেলেন কিংবদন্তি শিল্পী, বিনোদন জগতে বিরাট ক্ষতি, বাবাকে হারিয়ে শোকে পাথর এমএম কীরাবনি
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement