Durga Puja 2025 in UK: ঢাকের বোলে নাচছে লন্ডন, শরতের মহাপার্বণে ভোগে, উপভোগে বিলেতের মাটিতে জমজমাট দুর্গোৎসব

Last Updated:
Durga Puja 2025 in UK: বিলেতের মাটিতে বর্ণাঢ্য দুর্গোৎসব – যেখানে ধর্মীয় ভক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য সমাজের মিলনমেলায় মিলেমিশে একাকার হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, আদ্যোপান্ত বাঙালি আবেগ জড়িয়ে থাকছে তাঁদের এই আয়োজনের সঙ্গে।
1/5
দেবীপক্ষের আগমনী সুরে মাতোয়ারা লন্ডন ৷ একযোগে পালিত হল মহামিলনের দুর্গোৎসব ৷ ঢাকের কাঁসরের শব্দ, উলুধ্বনি আর শঙ্খের ধ্বনিতে মাতোয়ারা হয়ে উঠেছে লন্ডনও। Camden-এর দুর্গা পুজো, Hounslow-র দুর্গা পুজো, লন্ডনের দুর্গোৎসব, এমকে (MK) আনন্দ ক্লাব এবং নর্থাম্পটনের হিন্দু বাঙালি অ্যাসোসিয়েশন একসঙ্গে আয়োজন করছে বর্ণাঢ্য দুর্গোৎসব ৷ বিলেতের মাটিতে বর্ণাঢ্য দুর্গোৎসব – যেখানে ধর্মীয় ভক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য সমাজের মিলনমেলায় মিলেমিশে একাকার হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, আদ্যোপান্ত বাঙালি আবেগ জড়িয়ে থাকছে তাঁদের এই আয়োজনের সঙ্গে। উদ্যোক্তারা জানিয়েছেন, আদ্যোপান্ত বাঙালি আবেগ জড়িয়ে থাকছে তাঁদের এই আয়োজনের সঙ্গে। । ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ২০২৫ পর্যন্ত এই মহোৎসব, যা প্রবাসী বাঙালিদের কাছে এক আবেগ, শিকড়ের টান এবং মিলনের উৎসবে পরিণত হয়েছে। প্রবাসে থেকেও বাঙালিয়ানা শেখার সুযোগ ৷ নর্থাম্পটন হিন্দু বাঙালি অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা সিসিলি দত্ত বলেন, “দুর্গাপুজো শুধু পুজো নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের শিকড়, আমাদের আনন্দ। লন্ডনে ভিন্ন ভিন্ন পূজা হলেও, আমরা সবাই একসঙ্গে এই উৎসবকে মহামিলনের মঞ্চে পরিণত করি। দেবীপক্ষের এই সম্মিলিত আয়োজন কেবল লন্ডনের বাঙালিদের নয়, বরং সমগ্র ব্রিটেনে বহু সংস্কৃতির মানুষের কাছে আনন্দ, ভক্তি ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ।’’
দেবীপক্ষের আগমনী সুরে মাতোয়ারা লন্ডন ৷ একযোগে পালিত হল মহামিলনের দুর্গোৎসব ৷ ঢাকের কাঁসরের শব্দ, উলুধ্বনি আর শঙ্খের ধ্বনিতে মাতোয়ারা হয়ে উঠেছে লন্ডনও। Camden-এর দুর্গা পুজো, Hounslow-র দুর্গা পুজো, লন্ডনের দুর্গোৎসব, এমকে (MK) আনন্দ ক্লাব এবং নর্থাম্পটনের হিন্দু বাঙালি অ্যাসোসিয়েশন একসঙ্গে আয়োজন করছে বর্ণাঢ্য দুর্গোৎসব ৷ বিলেতের মাটিতে বর্ণাঢ্য দুর্গোৎসব – যেখানে ধর্মীয় ভক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য সমাজের মিলনমেলায় মিলেমিশে একাকার হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, আদ্যোপান্ত বাঙালি আবেগ জড়িয়ে থাকছে তাঁদের এই আয়োজনের সঙ্গে। উদ্যোক্তারা জানিয়েছেন, আদ্যোপান্ত বাঙালি আবেগ জড়িয়ে থাকছে তাঁদের এই আয়োজনের সঙ্গে। । ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ২০২৫ পর্যন্ত এই মহোৎসব, যা প্রবাসী বাঙালিদের কাছে এক আবেগ, শিকড়ের টান এবং মিলনের উৎসবে পরিণত হয়েছে। প্রবাসে থেকেও বাঙালিয়ানা শেখার সুযোগ ৷ নর্থাম্পটন হিন্দু বাঙালি অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা সিসিলি দত্ত বলেন, “দুর্গাপুজো শুধু পুজো নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের শিকড়, আমাদের আনন্দ। লন্ডনে ভিন্ন ভিন্ন পূজা হলেও, আমরা সবাই একসঙ্গে এই উৎসবকে মহামিলনের মঞ্চে পরিণত করি। দেবীপক্ষের এই সম্মিলিত আয়োজন কেবল লন্ডনের বাঙালিদের নয়, বরং সমগ্র ব্রিটেনে বহু সংস্কৃতির মানুষের কাছে আনন্দ, ভক্তি ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ।’’
advertisement
2/5
MK আনন্দ ক্লাবের পুজো
MK আনন্দ ক্লাবের পুজো
advertisement
3/5
Hounslow-র দুর্গা পুজো
Hounslow-র দুর্গা পুজো
advertisement
4/5
নর্থাম্পটনের একটি বাড়ির পুজো
নর্থাম্পটনের একটি বাড়ির পুজো
advertisement
5/5
বার্মিংহ্যাম সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো
বার্মিংহ্যাম সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো
advertisement
advertisement
advertisement