'এই শোনো, ব্লাউজটা খুলে ফেল, তারপরেই আমি...' পরিচালকের দাবি শুনে হাউহাউ করে কেঁদে ছিলেন মাধুরী, তারপরেই সেই 'কেলেঙ্কারি'

Last Updated:
অনেক পরে মাধুরীর সেক্রেটারি পরে এসে টিন্নুকে জানান যে মাধুরী দৃশ্যটি করতে প্রস্তুত। ছবিটি মুক্তি পেলেও বক্সঅফিসে ফ্লপ হয়।
1/8
বলিউডের গত দুই প্রজন্মের সবচেয়ে সুন্দরী মোহময়ী অভিনেত্রী তিনি। মাধুরী দীক্ষিত নামটা শুনলেই যেন বহু পুরুষ হৃদয় কেঁপে ওঠে। তবে অনেকেই জানেন না আপনাদের 'ধক ধক গার্ল' কিন্তু বলিউডের সেইসব অভিনেত্রীদের মধ্যে একজন যাঁর কেরিয়ার শুরু হয়েছিল ব্যর্থতার মধ্য দিয়ে।
বলিউডের গত দুই প্রজন্মের সবচেয়ে সুন্দরী মোহময়ী অভিনেত্রী তিনি। মাধুরী দীক্ষিত নামটা শুনলেই যেন বহু পুরুষ হৃদয় কেঁপে ওঠে। তবে অনেকেই জানেন না আপনাদের 'ধক ধক গার্ল' কিন্তু বলিউডের সেইসব অভিনেত্রীদের মধ্যে একজন যাঁর কেরিয়ার শুরু হয়েছিল ব্যর্থতার মধ্য দিয়ে।
advertisement
2/8
পরিবারের কাছ থেকে কটূক্তির পর তিনি একসময় সিনেমা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। চার বছর কঠোর পরিশ্রমের পর ১৯৮৮ সালে তাঁর প্রথম হিট ছবি 'তেজাব'। 'মোহিনী' চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে ওঠেন তিনি।
পরিবারের কাছ থেকে কটূক্তির পর তিনি একসময় সিনেমা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। চার বছর কঠোর পরিশ্রমের পর ১৯৮৮ সালে তাঁর প্রথম হিট ছবি 'তেজাব'। 'মোহিনী' চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে ওঠেন তিনি।
advertisement
3/8
‘তেজাব’ ছবিটি পরিচালনা করেছেন এন. চন্দ্র। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিত। পরপর ১০টি ফ্লপ ছবির পর এই রোম্যান্টিক ঘরাণার অ্যাকশন ড্রামার হাত ধরে রাতারাতি সুপারস্টার হয়ে গিয়েছিলেন মাধুরী। বলা ভাল যে, এটাই ছিল অভিনেত্রীর প্রথম বড় ব্রেক।
‘তেজাব’ ছবিটি পরিচালনা করেছেন এন. চন্দ্র। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিত। পরপর ১০টি ফ্লপ ছবির পর এই রোম্যান্টিক ঘরাণার অ্যাকশন ড্রামার হাত ধরে রাতারাতি সুপারস্টার হয়ে গিয়েছিলেন মাধুরী। বলা ভাল যে, এটাই ছিল অভিনেত্রীর প্রথম বড় ব্রেক।
advertisement
4/8
অভিনেত্রীদের প্রায়শই এমন দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয় যা তাঁরা করতে চান না। ১৯৮৯ সালে, একটি ছবি মুক্তি পায় যেখানে পরিচালক ধক-ধক গার্লকে তাঁর ব্লাউজ খুলে ফেলতে বলেছিলেন। 
অভিনেত্রীদের প্রায়শই এমন দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয় যা তাঁরা করতে চান না। ১৯৮৯ সালে, একটি ছবি মুক্তি পায় যেখানে পরিচালক ধক-ধক গার্লকে তাঁর ব্লাউজ খুলে ফেলতে বলেছিলেন।
advertisement
5/8
এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ‘রাম লখন’, ‘বেটা’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘দিল’, ‘সাজন’, ‘খলনায়ক’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘রাজা’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘পুকার’, ‘দেবদাস’, ‘লজ্জা’, ‘আজা নাচলে’-র মতো একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করে গিয়েছেন বলিউডের ধক-ধক গার্ল মাধুরী দীক্ষিত।
এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ‘রাম লখন’, ‘বেটা’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘দিল’, ‘সাজন’, ‘খলনায়ক’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘রাজা’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘পুকার’, ‘দেবদাস’, ‘লজ্জা’, ‘আজা নাচলে’-র মতো একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করে গিয়েছেন বলিউডের ধক-ধক গার্ল মাধুরী দীক্ষিত।
advertisement
6/8
আপনি কি জানেন সেই সিনেমা সম্পর্কে যেখানে পরিচালক মাধুরীর কাছ থেকে একটি অদ্ভুত দাবি করেছিলেন? মাধুরী প্রথমে পরিচালকের দাবিতে রাজি হয়েছিলেন, কিন্তু পরে তিনি পিছু হটেন।
আপনি কি জানেন সেই সিনেমা সম্পর্কে যেখানে পরিচালক মাধুরীর কাছ থেকে একটি অদ্ভুত দাবি করেছিলেন? মাধুরী প্রথমে পরিচালকের দাবিতে রাজি হয়েছিলেন, কিন্তু পরে তিনি পিছু হটেন।
advertisement
7/8
পরিচালক টিন্নু আনন্দ জানান, প্রথমে নিমরাজি হলেও পুরো দৃশ্যের শ্যুটিং বোঝানোর পরও কোনওভাবেই এই শ্যুট করতে রাজি হননি মাধুরী৷ প্রায় এক ঘণ্টা তিনি ড্রেসিং রুম থেকে বের হননি৷ পরে অমিতাভ বচ্চন স্বয়ং এই ঝামেলা মেটাতে আসেন, তবে তাতেও কাজ হয়নি।
পরিচালক টিন্নু আনন্দ জানান, প্রথমে নিমরাজি হলেও পুরো দৃশ্যের শ্যুটিং বোঝানোর পরও কোনওভাবেই এই শ্যুট করতে রাজি হননি মাধুরী৷ প্রায় এক ঘণ্টা তিনি ড্রেসিং রুম থেকে বের হননি৷ পরে অমিতাভ বচ্চন স্বয়ং এই ঝামেলা মেটাতে আসেন, তবে তাতেও কাজ হয়নি।
advertisement
8/8
অনেক পরে মাধুরীর সেক্রেটারি পরে এসে তিন্নুকে জানান যে মাধুরী দৃশ্যটি করতে প্রস্তুত। ছবিটি মুক্তি পেলেও বক্সঅফিসে ফ্লপ হয়।
অনেক পরে মাধুরীর সেক্রেটারি পরে এসে তিন্নুকে জানান যে মাধুরী দৃশ্যটি করতে প্রস্তুত। ছবিটি মুক্তি পেলেও বক্সঅফিসে ফ্লপ হয়।
advertisement
advertisement
advertisement