শুরু মাত্র ৪৯ টাকা থেকে ! বিজয়ার বাজারে মিষ্টিমুখ আর পকেটের সুখ দুই দেবে স্মার্ট বাজারের ফেস্টিভ সেল

Last Updated:

SMART Bazaar announces Festive Ready Sale: থাকছেও এই সেলে অনেক কিছু- ঘর সাজানোর জিনিস, মুদিখানা এবং স্টেশনারির জিনিস, উপহার দেওয়ার জিনিস, ফ্যাশনের জিনিস, অভাব নেই কোনওটারই!

বিজয়ার বাজারে মিষ্টিমুখ আর পকেটের সুখ দুই দেবে স্মার্ট বাজারের ফেস্টিভ সেল
বিজয়ার বাজারে মিষ্টিমুখ আর পকেটের সুখ দুই দেবে স্মার্ট বাজারের ফেস্টিভ সেল
কলকাতা: ঢাকের বোল কিন্তু সব সময়েই বলে- ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন! তা, সেই সময় তো ঘনিয়ে এল। ষষ্ঠী-সপ্তমী-অষ্টমী-নবমী কাটিয়ে এখন দুয়ারে দশমী। বিজয়ার পুণ্যলগ্নেও একটা অস্বস্তি কিন্তু মধ্যবিত্তকে তাড়া করে বেড়ায়-ইশ, অনেকটা খরচ হয়ে গেল পুজোর কদিন! এদিকে, বিজয়ার লৌকিকতার খরচ আলাদা, সেই সঙ্গে চলতি বছর মাসের শুরু এই সময়েই, সংসারের রোজকার জিনিসও লাগবে। এই সব দিক সামলে স্মার্ট বাজারের ফেস্টিভ সেল দশভুজার মতোই হরেক অফারে ভরসা দিচ্ছে মধ্যবিত্তকে, যা শুরুও হয়েছে ১ অক্টোবর, ২০২৫ তারিখ থেকে।
পুজোর যেমন পাঁচ দিন, স্মার্ট বাজারের ফেস্টিভ সেলেরও তা-ই! শুরু হয়েছে ১ অক্টোবর, ২০২৫ তারিখ থেকে, চলবে ৫ অক্টোবর, ২০২৫ তারিখ পর্যন্ত। অর্থাৎ, এক দিকে যেমন বিজয়ার আনন্দ আর মিষ্টি বিনিময় উতরে যাবে হেসেখেলে, তেমনই আবার অন্য দিকে কোজাগরী লক্ষ্মীপুজোর বাজারও সেরে নেওয়া যাবে অনায়াসে। থাকছেও এই সেলে অনেক কিছু- ঘর সাজানোর জিনিস, মুদিখানা এবং স্টেশনারির জিনিস, উপহার দেওয়ার জিনিস, ফ্যাশনের জিনিস, অভাব নেই কোনওটারই!
advertisement
advertisement
রিলায়েন্স রিটেল, ভ্যালু ফর্ম্যাটের সিইও দামোদর মাল তাই বলছেন, আমাদের সকল উৎসবই প্রাকৃতিক ভোগের উপলক্ষ, আর আমাদের গ্রাহকরা আশাও করেন যে স্মার্ট বাজার তাঁদের উৎসবের দিনে অতুলনীয় মূল্যে প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করবে। এই ফেস্টিভ রেডি সেলের মাধ্যমে আমাদের দোকানগুলো সব স্মার্ট পরিবারের সঙ্গে উৎসব উদযাপন করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত!
advertisement
এবার একটু স্মার্ট বাজারের এই ফেস্টিভ সেলে কোন জিনিস কত কমে পাওয়া যাচ্ছে, সে দিকেও নজর দিতে হয়। একটু আগেই হচ্ছিল মিষ্টির কথা, স্মার্ট বাজারের দোকানগুলোয় থাকবে নানা ধরনের ভারতীয় মিষ্টি, সেই সবের কেনাকাটায় থাকবে বাই ওয়ান গেট ওয়ান অফার। উৎসবের দিনে ড্রাই ফুর্টসেরও চাহিদা থাকে তুঙ্গে, এক্ষেত্রেও থাকছে গিফট প্যাকে বাই ওয়ান গেট ওয়ান ডিল।
advertisement
বিস্কুট এবং চকোলেটের হোম প্যাকে মিলবে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়। যে কোনও বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য তা যথেষ্ট।
ভাল চাল আর তেল, এই দুইয়ের দামও আকাশছোঁয়া। সে কথা মাথায় রেখে ক্রেতাদের স্বস্তি দেবে ৬৯৯ টাকায় কোহিনুর বাসমতী চালের ৫ কেজির প্যাকেট আর ফরচুন রাইস ব্রান অয়েলের ২.৫ লিটারের কম্বো ডিল। কোল্ড ড্রিঙ্কস আর জ্যুসে থাকছে ৩৩ শতাংশ পর্যন্ত ছাড়।
advertisement
ফ্যাশন প্রডাক্ট পাওয়া যাবে ৯৯৯ টাকা থেকে। আছে আরেক দারুন ডিল- অ্যারিস্টোক্র্যাট হার্ডি ট্রলি সেট ৩৯৯৯ টাকায়, সঙ্গে বিনামূল্য ডাফল ব্যাগ!
এই সবই সেলে কী কী কত সস্তায় মিলবে তার প্রিভিউ বই আর কিছু তো নয়, অতএব, দেরি না করে কাছের স্মার্ট বাজার স্টোরে ঢুঁ মারাই উচিত হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
শুরু মাত্র ৪৯ টাকা থেকে ! বিজয়ার বাজারে মিষ্টিমুখ আর পকেটের সুখ দুই দেবে স্মার্ট বাজারের ফেস্টিভ সেল
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement