Viral News: কোচিং সেন্টারের শিক্ষককে বিয়ে করলেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী! তাঁদের বিশেষ ভিডিও এখন ভাইরাল!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral News:সিন্ধু কুমারী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কোচিং সেন্টারে তাঁদের বন্ধুত্ব হয় এবং অবশেষে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়।
পটনা : শিক্ষকের গলায় মালা দিলেন ছাত্রী৷ তার পর একসঙ্গে ভিডিও করলেন নবদম্পতি৷ আর্জি জানালেন তাঁদের শান্তিতে থাকতে দেওয়ার জন্য৷ বিহারের এই ঘটনা এখন ভাইরাল৷ সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে তাঁদের ভিডিও৷
প্রসঙ্গত দ্বাদশ শ্রেণীর ছাত্রী সিন্ধু কুমারী বিহারের জামুই জেলার একটি কোচিং সেন্টারে পড়াশোনা করতেন। সেখানে শিক্ষক প্রভাকর মাহাতো একজন কর্মরত পুলিশকর্মী। তিনি ছ’ মাস আগে বাহিনীতে যোগ দিয়েছিলেন। সিন্ধু কুমারী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কোচিং সেন্টারে তাঁদের বন্ধুত্ব হয় এবং অবশেষে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়।
তাঁদের পরিবার এই সম্পর্কের কথা জানতে পারে এবং দু’জনের মধ্যে বিয়ের কোনও পরিকল্পনা অস্বীকার করে। লক্ষ্মীসরাই জেলার মাহাতোর পরিবারও এই সম্পর্কের বিরোধিতা করে। এই দম্পতি বুঝতে পেরেছিলেন যে তাদের পরিবার কখনই রাজি হবে না, তাই গত সপ্তাহে পালিয়ে গিয়ে একটি মন্দিরে বিয়ে করেন।
advertisement
advertisement
আরও পড়ুন : ২০২৬ সালের দুর্গাপুজো কবে? আগামী বছর দশভুজার আগমন ও গমন কীভাবে? জানুন পরের দুর্গোৎসবের দিনক্ষণ, শুভ মুহূর্ত ও নির্ঘণ্ট!
ভিডিওতে দম্পতি বলেছেন যে তাঁদের পরিবার তাঁদের সঙ্গে কী করতে পারে তা নিয়ে তারা ভীত। কুমারী বলেন যে তিনি চিন্তিত যে তাঁর পরিবার তাঁর স্বামীর পরিবারকে হয়রানি করতে পারে। সোমবার প্রকাশিত ভিডিওতে, কুমারী বলেছেন যে তাঁর বয়স ১৮ বছরের বেশি এবং মাহাতো তাঁর নিজের ইচ্ছায় তাঁকে বিয়ে করেছেন। ‘‘সে আমাকে অপহরণ করেনি,’’ তিনি বলেন, এবং হাত জোড় করে পুলিশের কাছে আবেদন করেন যেন তাঁর স্বামী বা তাঁর পরিবারকে হয়রানি না করা হয়। মাহাতো পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে বলেন, তিনি কুমারীকে সত্যিই ভালবাসেন এবং তাঁরা আজীবন একসঙ্গে থাকবেন।
advertisement
জামুই পুলিশ অফিসার অমরেন্দ্র কুমার বলেছেন যে তাণরা বিষয়টি খতিয়ে দেখছেন এবং দম্পতির উপর কোনও চাপ আছে কিনা তা দেখার জন্য উভয় পরিবারের সঙ্গে কথা বলবেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 01, 2025 11:24 AM IST