Maya Satya Bhram: প্রত্যেকটি গানেই প্রতিফলিত হয়েছে ‘মায়া সত্য ভ্রম’ ছবির মূল বিষয়বস্তু, কণ্ঠ দিলেন একঝাঁক তারকা সঙ্গীতশিল্পী
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Maya Satya Bhram Film's Music: ‘মায়া সত্য ভ্রম’ ছবির ৫টি গান গেয়েছেন একঝাঁক তারকা সঙ্গীতশিল্পী। এঁদের মধ্যে অন্যতম হলেন রূপম ইসলাম, শিলাজিৎ মজুমদার, লগ্নজিতা চক্রবর্তী, তিমির বিশ্বাস, তমাল কান্তি হালদার এবং শ্রেষ্ঠা ডি প্রমুখ।
কলকাতা: পরিচালক শমীক রায়চৌধুরীর (Samik Roy Choudhury) আসন্ন ছবি ‘মায়া সত্য ভ্রম’ Maya Satya Bhram)। এই ছবিতে মূলত আধ্যাত্মিকতা এবং মনস্তাত্ত্বিক বিষয়ের মেলবন্ধন ঘটানো হয়েছে। সঙ্গে এই ছবিতে এক আলাদা মাত্রা যোগ করেছেন সঙ্গীত পরিচালক তমাল কান্তি হালদার।
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ‘মায়া সত্য ভ্রম’ ছবির ৫টি গান গেয়েছেন একঝাঁক তারকা সঙ্গীতশিল্পী। এঁদের মধ্যে অন্যতম হলেন রূপম ইসলাম, শিলাজিৎ মজুমদার, লগ্নজিতা চক্রবর্তী, তিমির বিশ্বাস, তমাল কান্তি হালদার এবং শ্রেষ্ঠা ডি প্রমুখ। যদিও এই ছবির প্রত্যেকটি গান ছবির মূল কাহিনির সঙ্গে সম্পর্কিত। আর প্রতিটি গানেই ফুটে উঠেছে বিভিন্ন ধারা। ছবির গীতিকার প্রলয় সরকার এবং তমাল কান্তি হালদার।
advertisement
advertisement

‘মায়া সত্য ভ্রম’ ছবির গানগুলি হল:
‘আর কত পথ’
কণ্ঠ: রূপম ইসলাম
advertisement
সুরকার: তমাল কান্তি হালদার
গীতিকার: তমাল কান্তি হালদার
‘রোজ আলো দিতে দিতে’
কণ্ঠ: তিমির বিশ্বাস, শ্রেষ্ঠা দাস
সুরকার: তমাল কান্তি হালদার
গীতিকার: প্রলয় সরকার
‘লুকোচুরি’
কণ্ঠ: তমাল কান্তি হালদার
সুরকার: তমাল কান্তি হালদার
গীতিকার: তমাল কান্তি হালদার
‘খুকুমণির বে’
কণ্ঠ: লগ্নজিতা চক্রবর্তী
সুরকার: তমাল কান্তি হালদার
advertisement
গীতিকার: প্রলয় সরকার

‘খাবার পাব কই?’
কণ্ঠ: শিলাজিৎ মজুমদার
সুরকার: তমাল কান্তি হালদার
গীতিকার: প্রলয় সরকার
advertisement
‘বেলাইন’-এর সাফল্যের পর ‘মায়া সত্য ভ্রম’ ছবির হাত ধরে ফিরছেন পরিচালক শমীক রায়চৌধুরী। পরিচালনার পাশাপাশি এই ছবির গল্প লিখেছেন স্বয়ং শমীক রায়চৌধুরীই। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শঙ্খদীপ বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, সোহম মজুমদার, আলেকজান্দ্রা টেলর, পিন্টু চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, পরান বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, দেবেশ রায়চৌধুরী, মনোজ মিশিগান, রানা বসু ঠাকুর, সন্দীপ ভট্টাচার্য, পারমিতা মুখোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীদের।
advertisement

এর পাশাপাশি এই ছবির ডিরেক্টর অফ ফটোগ্রাফি হলেন প্রসেনজিৎ কোলে। আর্ট ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন তপন শেঠ। আপাতত এই ছবির কাজ শেষের দিকে। এদিকে পোস্ট-প্রোডাকশনের জন্য Twilight Post-এর সঙ্গে হাত মিলিয়েছে ‘মায়া সত্য ভ্রম’। এমনিতে মানুষের মনস্তাত্ত্বিক বিষয়ের উপর বরাবরই গভীর আগ্রহ রয়েছে পরিচালক শমীক রায়চৌধুরীর। আর তিনি এ-ও জানিয়েছিলেন যে, তাঁর ছবির বিষয়বস্তুর মধ্যেও তাঁর এই আগ্রহের প্রতিফলন দেখা যায়। আর ‘মায়া সত্য ভ্রম’ ছবিও তার ব্যতিক্রম নয়! শমীক রায়চৌধুরীর আসন্ন এই ছবি মূলত আধ্যাত্মিকতা এবং প্রকৃতি ও মনুষ্যধর্মের নির্দিষ্ট দর্শনের উপর ভিত্তি করা তৈরি করা হচ্ছে। অপরাধ, সাসপেন্স এবং রোমাঞ্চকে ঘিরেই আবর্তিত হবে ছবির প্রেক্ষাপট।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2025 4:34 PM IST