#কেরল: অর্কেস্ট্রায় গান গাইতে উঠেছিলেন মঞ্চে। শেষ নিশ্বাস ফেললেন সেখানেই। লুটিয়ে পড়লেন মাটিতে। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো গেল বিখ্যাত মালয়ালী গায়ক এডাভা বশিরকে। বয়স হয়েছিল ৭৮ বছর। ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ। রবিবার, ২৯ এপ্রিল, বিকেল ৩টে নাগাদ তাঁর শেষকৃত্য হয়েছে কাদাপ্পাকাদার জুমা মসজিদ কবরস্থানে।
কোল্লাম জেলার পাথিরাপল্লি ‘ব্লু ডায়ামন্ড অর্কেস্ট্রা’ আয়োজিত একটি অনুষ্ঠানে গান গাইতে উঠেছিলেন এডাভা। হিন্দি গান 'মানো হো তুম' গাইছিলেন তিনি। সেই মুহূর্তে হঠাৎই হলভর্তি দর্শকের সামনে মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। অনুষ্ঠান থামিয়ে আয়োজকরা তৎক্ষণাৎ কাছেই চেরতালার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি ৭৮ বছরের জনপ্রিয় নেপথ্য গায়ককে। এডাভা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সে বিষয়ে নিশ্চিত খবর পাওয়া যায়নি এখনও।
আরও পড়ুন: জ্যাকলিনকে দেশ ছাড়ার অনুমতি আদালতের, কিন্তু চাপানো হল একাধিক শর্ত
স্কুল জীবন থেকেই গানের জগতে পরিচিত নাম এডাভা। বিভিন্ন জায়গায় গান গেয়ে একাধিক পুরস্কার পেয়েছিলেন তিনি। খ্যাতি অর্জন করেন 'কোল্লাম সঙ্গীতালয় গানমেলা' নামে একটি গানের দল তৈরি করার পর।
আরও পড়ুন: ঘুমের ঘোরে চুম্বন, বিদিশার বন্ধুর কাছে মৃত্যুর দু’দিন আগের ভিডিও
কেরলের বিভিন্ন মন্দির, মসজিদে গান গেয়েছেন এডাভা। তাঁর ভক্তিগীতি নিয়ে শ্রোতাদের মাতামাতি রয়েছে। ইয়োরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনুষ্ঠানে পারফর্ম করেছেন গায়ক। ‘অল কেরল মিউজিশিয়ানস অ্যান্ড টেকনিশিয়ানস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর রাজ্য সভাপতি ছিলেন তিনি। এডাভা তাঁর দুই স্ত্রী এবং চার ছেলেমেয়েকে রেখে চলে গেলেন।
এডাভার মৃত্যতে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ একাধিক রাজনীতিক এবং সঙ্গীতশিল্পীরা শোকবার্তা জানিয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kerala, Malayalam Film Industry, Music