Madhubani Goswami: তারকা বলেই আমার বেবিবাম্প নিয়ে এত চর্চা! ফের মা হওয়ার রটনা নিয়ে জবাব মধুবনীর
- Published by:Sanchari Kar
Last Updated:
Madhubani Goswami: অতীতেও মধুবনীর অন্তঃসত্ত্বা হওয়ার মিথ্যা গুঞ্জন ছড়িয়েছিল। এ বিষয়ে নিউজ18 বাংলাকে কী বললেন অভিনেত্রী
কলকাতা: দিন কয়েক আগের কথা। ইনস্টাগ্রামে বেবিবাম্পের ছবি দিয়েছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। তার পরেই নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে তাঁর দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। শুরু হয় কটাক্ষ, ট্রোলিং। এত তাড়াতাড়ি ফের মা হচ্ছেন অভিনেত্রী? প্রশ্ন তোলেন অনেকেই। কেউ কেউ আবার ছুড়ে দেন রকমারি কটূক্তি।
পুরো বিষয়টি মধুবনীর অজানা নয়। অতীতেও তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার মিথ্যা গুঞ্জন ছড়িয়েছিল। এ বিষয়ে নিউজ18 বাংলাকে অভিনেত্রী বলেন, "আমি আর রাজা ভীষন পজিটিভ মানুষ। তাই এ ধরনের রটনা নিয়ে আমরা বিশেষ ভাবি না। আর এই পুরো বিষয়টিকে আমি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়েই দেখি। আজ আমি তারকা বলেই আমার বেবিবাম্পের ছবি নিয়ে এত চর্চা।"
advertisement
advertisement
advertisement
২০২১ সালে পুত্রসন্তানের মা হন মধুবনী। অন্তঃসত্ত্বা থাকাকালীন বিশেষ কিছু মুহূর্তকে লেন্সবন্দি করে রেখেছিলেন অভিনেত্রী। অনুরাগীদের সঙ্গে সেই ছবিগুলিই নেটমাধ্যমে ভাগ করে নেন তিনি। মধুবনীর কথায়, "মা হওয়া খুব সৌভাগ্যের বিষয়। ধরে নেওয়া যাক, একজন মহিলা দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হয়েছেন। তাতে তো কারও কোনও সমস্যা হওয়ার কথা নয়।"
advertisement
আপাতত ছেলে কেশবকে নিয়ে ব্যস্ত মধুবনী। সে বড় হওয়া না হওয়া পর্যন্ত পর্দায় ফিরবেন না অভিনেত্রী। তাঁর কথায়, "আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করতে চাই। তাই ওর সঙ্গে আমাকে থাকতে হবে। দর্শকরা আমাকে পর্দায় দেখেছেন। তাতেই আমাকে না দেখতে পেয়ে ওঁরা এত মিস করেন। তা হলে যার সঙ্গে আমার নাড়ির টান, তার থেকে দূরে থাকলে কী হবে ভাবুন! আমি অভিনয়ে আবার ফিরব। কারণ কাজটাকে আমি ভালবাসি। কিন্তু তার জন্য অনেকটা সময় লাগবে।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2023 7:05 PM IST