Prosenjit Chatterjee Daughter Prerna: দেখা হলে আমি আমার মেয়েকে জড়িয়ে ধরব, প্রেরণা প্রসঙ্গে অকপট প্রসেনজিৎ

Last Updated:

Prosenjit Chatterjee Daughter Prerna: দেবশ্রী রায়ের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ, অপর্ণার সঙ্গে দাম্পত্য এবং ভাঙন নিয়ে তো সকলেই জানেন। মেয়ের সঙ্গে দেখা করার প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?

প্রসেনজিৎ-প্রেরণা
প্রসেনজিৎ-প্রেরণা
কলকাতা: কেবল তৃষাণজিৎ নন, আছেন প্রেরণাও। দুই সন্তানের বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মেয়ের প্রসঙ্গে মুখ খোলেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ বুম্বাদা। প্রেরণা চট্টোপাধ্যায় আসলে প্রসেনজিৎ-অপর্ণা গুহঠাকুরতার মেয়ে। কিন্তু যোগাযোগ তেমন নেই বললেই চলে। প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পরে মেয়েকে নিয়ে আলাদা থাকেন অপর্ণা। লন্ডনেই ঠিকানা প্রেরণার। লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করছেন তিনি।
বছরখানেক আগে পরিচালক জুটি সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহের সঙ্গে তাঁর একটি ছবি ভাইরাল হতেই সকলের মনে প্রশ্ন জাগে, তিনি কি তবে বাবার মতোই অভিনয়ে নামছেন? কিন্তু তখন অভিজিৎ এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলন, না, পড়াশোনা নিয়েই ব্যস্ত তিনি। পর্দায় আসার ইচ্ছে নেই তাঁর।
সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহের সঙ্গে প্রেরণা-অপর্ণা সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহের সঙ্গে প্রেরণা-অপর্ণা
advertisement
advertisement
এক সংবাদমাধ্যমে কথা বলার সময়ে তিনি তাঁর পেশাজীবনের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও অকপট কথা বলেন। দেবশ্রী রায়ের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ, অপর্ণার সঙ্গে দাম্পত্য এবং ভাঙন নিয়ে তো সকলেই জানেন।
advertisement
মেয়ের সঙ্গে দেখা করার প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, ‘‘তাঁর সঙ্গে আমার দেখা করার ইচ্ছে আছে। দেখা হয় না। বাইরে থাকেন। আমি তাঁদের জীবনের মধ্যে ঢুকতে চাই না। আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করব। আমি এমন কোনও অন্যায় করিনি যার জন্য ঈশ্বর আমি যেটা চাই, সেটা দেবেন না। যেটুকু চাই, ঈশ্বর নিশ্চয় দেবেন। আমার বিশ্বাস আমাকে ঈশ্বর সেই সময়টা দেবেন, যখন আমি আর আমার মেয়ে একে অপরকে জড়িয়ে ধরব।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Prosenjit Chatterjee Daughter Prerna: দেখা হলে আমি আমার মেয়েকে জড়িয়ে ধরব, প্রেরণা প্রসঙ্গে অকপট প্রসেনজিৎ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement