হোম /খবর /বিনোদন /
আমাকে সবাই সাহসী চরিত্রের জন্যই ডাকে, অকপট ঈশিকা

Eshika Dey: আমাকে সবাই সাহসী চরিত্রের জন্যই ডাকে, অকপট ঈশিকা

Eshika Dey: 'সেক্রেড গেমস'-এর মাত্র কয়েক সেকেন্ডের দৃশ্যে নজর কেড়েছিলেন ঈশিকা। বলিউডের সেই কাজটি পেশাগত ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে তাঁকে।

  • Share this:

কলকাতা: শুধু মাত্র 'সাহসী' চরিত্র করতেই নাকি ডাক পড়ে তাঁর। তা নিয়ে যদিও বিশেষ আপত্তি নেই অভিনেত্রী ঈশিতা দে-র। বলিউড ছুঁয়ে আপাতত টালিগঞ্জে পায়ের তলার মাটি শক্ত করছেন তিনি। সাম্প্রতিক কালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'আরশি'-তে নজর কেড়েছে তাঁর অভিনয়। খুশি ঈশিকা।

নিউজ18 বাংলাকে অভিনেত্রী বলেন, "কোনও প্রকৃত অভিনেতা টাইপকাস্ট হতে চায় না। আবার এটাও ঠিক যে, সাহসী চরিত্র করেই আমি কাজ পাচ্ছি। মানুষ আমাকে মনে রাখছেন। তাই আমার কোনও খারাপ লাগা নেই। 'আরশি'র চরিত্রটা করব কি না, সেটা নিয়ে চিন্তাভাবনা করছিলাম। কিন্তু সম্পর্ককে ঘিরে গল্পটা এত সুন্দর করে লেখা হয় যে আমি রাজি না হয়ে থাকতে পারিনি।"

'সেক্রেড গেমস'-এর মাত্র কয়েক সেকেন্ডের দৃশ্যে নজর কেড়েছিলেন ঈশিকা। বলিউডের সেই কাজটি পেশাগত ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে তাঁকে। অভিনেত্রীর কথায়, "টলিউডে বহু ভাল মানুষ আছেন। সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু অনেকেই আগে আমার সঙ্গে বিশেষ কথা বলতেন না। 'সেক্রেড গেমস'-এর পর সেই ছবিটা বদলায়।"

আরও পড়ুন: 'পাঠান'-এর জন্য পিছল তাঁর ছবির মুক্তি! শাহরুখকে নিয়ে অবাক করা ট্যুইট কৃতীর

আরও পড়ুন: কাছের মানুষের থেকে দূরে প্রবল কষ্টে! ৩য় বার বিয়ে পিঁড়িতে শুভশ্রীর দিদি?

নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে এক দিনের শ্যুটের অভিজ্ঞতা এখনও ঈশিতার মনে উজ্জ্বল। বলি-অভিনেতার আচরণ, কাজের প্রতি তাঁর নিষ্ঠা, এ সব কিছুই মুগ্ধ করেছিল তাঁকে। স্মৃতির পাতা উল্টে ঈশিকা বলেন, "নওয়াজের মতো মানুষ খুব কম দেখা যায়। এত সফল হওয়ার পরেও যে মাটির কাছাকাছি থাকা যায়, তা ওঁকে দেখেই বুঝেছি। খুব অল্প সময়ে অনেক কিছু শিখেছি ওর থেকে। ওখানে কেউ মনেই হতে দেয়নি যে আমি একজন নবাগতা।"

 

নেটমাধ্যমেও বেশ জনপ্রিয় ঈশিকা। বাকি তারকাদের মতোই ট্রোলিং পিছু ছাড়েনি তাঁরও। তবে এ সবকে আগাগোড়াই তোয়াক্কা করেন না তিনি। ঈশিকা বাঁচেন নিজের শর্তে।

Published by:Sanchari Kar
First published:

Tags: Eshika Dey, Sacred Games, Tollywood