হোম /খবর /বিনোদন /
কাছের মানুষের থেকে দূরে প্রবল কষ্টে! ৩য় বার বিয়ে পিঁড়িতে শুভশ্রীর দিদি?

Subhashree Ganguly Sister: কাছের মানুষের থেকে দূরে প্রবল কষ্টে! ৩য় বার বিয়ে পিঁড়িতে শুভশ্রীর দিদি?

সম্প্রতি সেই ছবি নেটমাধ্যমে পোস্ট করেন দেবশ্রী। আর তা দেখেই হতবাক অনুরাগীরা।

  • Share this:

কলকাতা: সিঁথিতে সিঁদুর, কপালে চন্দন, মাথায় মুকুট, পরনে লাল বেনারসি। নববধূর বেশে ধরা দিলেন অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি।

সম্প্রতি সেই ছবি নেটমাধ্যমে পোস্ট করেন দেবশ্রী। আর তা দেখেই হতবাক অনুরাগীরা। তবে কি ফের বিয়ে করলেন অভিনেত্রী? প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে চারদিকে।

না, আসলে তেমন কিছুই হচ্ছে না । আপাতত সাতপাক ঘুরছেন না দেবশ্রী। কয়েক মাস আগে বধূবেশে একটি ফোটোশ্যুট করেছিলেন অভিনেত্রী। সেই স্মৃতিই আরও একবার ফেসবুকে তুলে আনেন তিনি।

আরও পড়ুন: দুরন্ত বেগে ছুটছে 'পাঠান'! পিছনে ফেলে দিল 'বাহুবলী ২'কেও, কত কোটির মাইলফলক পেরলেন শাহরুখ!

আরও পড়ুন: পাঠান সফল হতেই শাহরুখের ছোট্ট ট্যুইট! তোলপাড় গোটা দেশ, কী এমন লিখলেন কিং খান?

ব্যক্তিজীবনে একাধিক ঝড় সামলেছেন দেবশ্রী। প্রথম বিয়ে ভাঙার পর ছেলে অনীশকে একা বড় করেছেন অভিনেত্রী। ২০২১ সালে ভালবেসে সহকর্মী অমিত ভাটিয়াকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয় না। অমিতের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন দেবশ্রী। এর পরেই আলাদা হয়ে যান তাঁরা।

 

আপাতত পরিবার আর কাজ নিয়ে ব্যস্ত দেবশ্রী । রাজর্ষি দে-র 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবিতে অভিনয় করেছেন তিনি। উইন্ডোজ প্রোডাকশনসের 'ফাটাফাটি'-তেও দেখা যাবে তাঁকে।

Published by:Sanchari Kar
First published: