Subhashree Ganguly Sister: কাছের মানুষের থেকে দূরে প্রবল কষ্টে! ৩য় বার বিয়ে পিঁড়িতে শুভশ্রীর দিদি?

Last Updated:

সম্প্রতি সেই ছবি নেটমাধ্যমে পোস্ট করেন দেবশ্রী। আর তা দেখেই হতবাক অনুরাগীরা।

কলকাতা: সিঁথিতে সিঁদুর, কপালে চন্দন, মাথায় মুকুট, পরনে লাল বেনারসি। নববধূর বেশে ধরা দিলেন অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি।
সম্প্রতি সেই ছবি নেটমাধ্যমে পোস্ট করেন দেবশ্রী। আর তা দেখেই হতবাক অনুরাগীরা। তবে কি ফের বিয়ে করলেন অভিনেত্রী? প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে চারদিকে।
advertisement
না, আসলে তেমন কিছুই হচ্ছে না । আপাতত সাতপাক ঘুরছেন না দেবশ্রী। কয়েক মাস আগে বধূবেশে একটি ফোটোশ্যুট করেছিলেন অভিনেত্রী। সেই স্মৃতিই আরও একবার ফেসবুকে তুলে আনেন তিনি।
advertisement
ব্যক্তিজীবনে একাধিক ঝড় সামলেছেন দেবশ্রী। প্রথম বিয়ে ভাঙার পর ছেলে অনীশকে একা বড় করেছেন অভিনেত্রী। ২০২১ সালে ভালবেসে সহকর্মী অমিত ভাটিয়াকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয় না। অমিতের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন দেবশ্রী। এর পরেই আলাদা হয়ে যান তাঁরা।
advertisement
আপাতত পরিবার আর কাজ নিয়ে ব্যস্ত দেবশ্রী । রাজর্ষি দে-র 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবিতে অভিনয় করেছেন তিনি। উইন্ডোজ প্রোডাকশনসের 'ফাটাফাটি'-তেও দেখা যাবে তাঁকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Subhashree Ganguly Sister: কাছের মানুষের থেকে দূরে প্রবল কষ্টে! ৩য় বার বিয়ে পিঁড়িতে শুভশ্রীর দিদি?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement