তুমুল যন্ত্রণায় দিন কাটাচ্ছেন শুভশ্রীর দিদি 

অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে চেনেন না, বাংলায় এমন মানুষ বোধ হয় খুঁজলেও পাওয়া যাবে না 

তবে অভিনেত্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়েও চর্চা কিছু কম নয় 

বোনের পদাঙ্ক অনুসরণ করে তিনিও পা রেখেছেন অভিনয় জগতে 

নেটমাধ্যমেও তাঁর জনপ্রিয়তা প্রচুর সম্প্রতি ফেসবুকে একটি মন খারাপের পোস্ট দিয়েছেন তিনি

দেবশ্রীর ছেলে অনীশ আইন নিয়ে বিদেশে পড়াশোনা করছেন

বহু বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ছেলেকে একাই বড় করেছেন তিনি

দেবশ্রী বলেন, ছেলেই তাঁর বন্ধু, বেঁচে থাকার রসদ, এখন অনীশ আইন নিয়ে বিদেশে পড়াশোনা করছেন

দিন কয়েকে জন্য অনীশ দেশে ফিরে ছিলেন, কিন্তু নিয়ম মেনে এ বার ফের দূরে যাওয়ার পালা

তাই অনীশ এবং পরিবারের সঙ্গে কাটানো লেন্সবন্দি সুন্দর মুহূর্তগুলি নেটমাধ্যমে পোস্ট করে নিজের মন খারাপের কথা লেখেন দেবশ্রী

আপাতত দেবশ্রী ব্যস্ত তাঁর কাজ নিয়ে, উইন্ডোজ প্রোডাকশনসের 'ফাটাফাটি'-তে দেখা যাবে তাঁকে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন