মুম্বই: অভিনেতা হিসেবে তিনি কতটা দক্ষ, তা আর নতুন করে বলে দিতে হয় না। বক্তা শাহরুখ খানেরও জনপ্রিয়তা দেখার মতো। তাঁর কথায় মুগ্ধ হন না, এমন মানুষ খুঁজে পাওয়া দায়! সেই অনুরাগীদের তালিকায় রয়েছেন বলিউড তারকারাও । সম্প্রতি আরও একবার সে কথাই মনে করিয়ে দিলেন কৃতী স্যানন।
বক্স অফিসে সফল 'পাঠান' । গত মঙ্গলবার সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন ছবিটির নির্মাতারা । উপস্থিত ছিলেন শাহরুখ, দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম ও।
সেখানেই ঐক্যের বার্তা শোনা যায় শাহরুখের গলায়। অনুরাগীদের প্রতি নিজের অফুরান ভালবাসার কথা আরও একবার মনে করিয়ে দেন তিনি। কোনও রাখঢাক না করেই এক প্রকার নিজের আবেগের ঝাঁপি উপুড় করেন 'বাদশা'। শাহরুখের সেই ভিডিও নিজের টুইটারে তুলে এনেছেন কৃতী। অভিনেতার উদ্দেশে লিখেছেন, 'শাহ স্যর, আপনাকে ভালবাসি। আরও একবার আপনি আমার মন চুরি করে নিলেন।'
আরও পড়ুন: দুরন্ত বেগে ছুটছে 'পাঠান'! পিছনে ফেলে দিল 'বাহুবলী ২'কেও, কত কোটির মাইলফলক পেরলেন শাহরুখ!
আরও পড়ুন: পাঠান সফল হতেই শাহরুখের ছোট্ট ট্যুইট! তোলপাড় গোটা দেশ, কী এমন লিখলেন কিং খান?
সেই ভিডিওতে শাহরুখ বলছেন, "দীপিকা অমর, আমি আকবর, জন অ্যান্টনি। কোনও মানুষ, সংস্কৃতি বা জীবনের যে কোনও ক্ষেত্রেই আমরা কোনও ভেদাভেদ করি না।"
বক্স অফিসে উপচে পড়েছে 'পাঠান'-এর ভাড়ার । বিশ্বজুড়ে রমরমিয়ে ব্যবসা করছে ছবিটি । তবে শাহরুখ জানান, বক্স অফিসের সাফল্য নয়, দর্শককে বিনোদন জোগানোর মাঝেই আনন্দ খুঁজে পান তিনি।
প্রসঙ্গত শাহরুখের 'পাঠান' - এর জন্য পিছিয়ে যায় কৃতী এবং কার্তিক আরিয়ান অভিনীত 'শেহজাদা'র মুক্তি। ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি । তবে বক্স অফিসে 'পাঠান'-এর দাপট দেখে মুক্তির দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা। ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে 'শেহজাদা'। নির্মাতারা যদিও বলছেন শাহরুখ এবং তার ছবির প্রতি সম্মান দেখাতেই নাকি এই সিদ্ধান্ত।
কৃতী আগাগোড়াই শাহরুখের ভক্ত। ২০১৫ সালে রোহিত শেট্টি পরিচালিত 'দিলওয়ালে' ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। 'পাঠান' - এর সাফল্যে খুশি অভিনেত্রী। এই ট্যুইট করে তা আরও একবার মনে করিয়ে দিলেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kriti Sanon, Pathaan, Shah Rukh Khan