Laal Singh Chaddha: করিনার সঙ্গে খুদে জেহ-কেও দেখা যাবে 'লাল সিং চাড্ডা'তে? নায়িকার পোস্ট ঘিরে জল্পনা

Last Updated:

Laal Singh Chaddha: রবিবার মুক্তি পেয়েছে আমির খান এর লাল সিং চাড্ডা-র ট্রেলার। ছবিটি হলিউডের জনপ্রিয় ছবি ফরেস্ট গাম্প থেকে অনুপ্রাণিত।

করিনার সঙ্গে খুদে জেহ-কেও দেখা যাবে 'লাল সিং চাড্ডা'তে? নায়িকার পোস্ট ঘিরে জল্পনা
করিনার সঙ্গে খুদে জেহ-কেও দেখা যাবে 'লাল সিং চাড্ডা'তে? নায়িকার পোস্ট ঘিরে জল্পনা
#মুম্বই: ছবিটি নিয়ে দর্শকদের কৌতুহল তুঙ্গে পৌঁছেছিল। অবশেষে রবিবার মুক্তি পেয়েছে আমির খান এর লাল সিং চাড্ডা-র ট্রেলার। ছবিটি হলিউডের জনপ্রিয় ছবি ফরেস্ট গাম্প থেকে অনুপ্রাণিত।
ট্রেলারটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করেছেন করিনা কাপুর খান। তবে শুধু করিনা নয়। এই ছবির অংশ করিনার ছোট ছেলে জেহ বা জাহাঙ্গিরও। তাহলে জেহ-কেও কি এই ছবিতে দেখা যাবে?
করিনার কথায় অন্তত তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর জেহ-কে এই ছবির অংশ করার জন্য আমির ও পরিচালক আদভাইত চন্দনকেও কৃতজ্ঞতা জানিয়েছেন করিনা। এমনকি লাল সিং চাড্ডা তাঁর জীবনের খুব স্পেশাল ছবি বলেও জানিয়েছেন তিনি। আর তার কারণ হল এই ছবির শ্যুটিং এর সময়ে করিনা গর্ভবতী ছিলেন। তখন মহামারীও শুরু হয়েছিল। আর তাই জেহ-কেও এই ছবির অংশই মনে করেন করিনা।
advertisement
advertisement
ছবির ট্রেলার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে করিনা লিখেছেন, "একটা মহামারী, দুটো লকডাউন। আর তার পরে সন্তান। আমার কাছে অন্যতম স্পেশাল ছবি এটা। আর বিশেষ করে আমার জেহ বেবি এই ছবির অংশ ছিল (আমার পেটের মধ্যে)। আমাদের দুজনকে এই ছবিতে থাকতে দেওয়ার জন্য আমির ও আদভাইতকে অনেক ধন্যবাদ। এটা সারাজীবন আমি উপভোগ করব।"
advertisement
advertisement
গতকাল অর্থাৎ রবিবার আইপিএল-এর ফিনালেতে এই ছবির ট্রেলার প্রকাশ করেন আমির। লাল সিং চাড্ডা ছবিতে এ ছাড়াও অভিনয় করেছেন মোনা সিং, নাগা চৈতন্য। করিনাকে লাল সিং এর প্রেমিকার চরিত্রে দেখা যাবে। অন্যদিকে মোনা সিংকে দেখা যাবে লাল সিং এর মায়ের চরিত্রে অভিনয় করতে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Laal Singh Chaddha: করিনার সঙ্গে খুদে জেহ-কেও দেখা যাবে 'লাল সিং চাড্ডা'তে? নায়িকার পোস্ট ঘিরে জল্পনা
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement