Laal Singh Chaddha: করিনার সঙ্গে খুদে জেহ-কেও দেখা যাবে 'লাল সিং চাড্ডা'তে? নায়িকার পোস্ট ঘিরে জল্পনা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Laal Singh Chaddha: রবিবার মুক্তি পেয়েছে আমির খান এর লাল সিং চাড্ডা-র ট্রেলার। ছবিটি হলিউডের জনপ্রিয় ছবি ফরেস্ট গাম্প থেকে অনুপ্রাণিত।
#মুম্বই: ছবিটি নিয়ে দর্শকদের কৌতুহল তুঙ্গে পৌঁছেছিল। অবশেষে রবিবার মুক্তি পেয়েছে আমির খান এর লাল সিং চাড্ডা-র ট্রেলার। ছবিটি হলিউডের জনপ্রিয় ছবি ফরেস্ট গাম্প থেকে অনুপ্রাণিত।
ট্রেলারটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করেছেন করিনা কাপুর খান। তবে শুধু করিনা নয়। এই ছবির অংশ করিনার ছোট ছেলে জেহ বা জাহাঙ্গিরও। তাহলে জেহ-কেও কি এই ছবিতে দেখা যাবে?
করিনার কথায় অন্তত তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর জেহ-কে এই ছবির অংশ করার জন্য আমির ও পরিচালক আদভাইত চন্দনকেও কৃতজ্ঞতা জানিয়েছেন করিনা। এমনকি লাল সিং চাড্ডা তাঁর জীবনের খুব স্পেশাল ছবি বলেও জানিয়েছেন তিনি। আর তার কারণ হল এই ছবির শ্যুটিং এর সময়ে করিনা গর্ভবতী ছিলেন। তখন মহামারীও শুরু হয়েছিল। আর তাই জেহ-কেও এই ছবির অংশই মনে করেন করিনা।
advertisement
advertisement
ছবির ট্রেলার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে করিনা লিখেছেন, "একটা মহামারী, দুটো লকডাউন। আর তার পরে সন্তান। আমার কাছে অন্যতম স্পেশাল ছবি এটা। আর বিশেষ করে আমার জেহ বেবি এই ছবির অংশ ছিল (আমার পেটের মধ্যে)। আমাদের দুজনকে এই ছবিতে থাকতে দেওয়ার জন্য আমির ও আদভাইতকে অনেক ধন্যবাদ। এটা সারাজীবন আমি উপভোগ করব।"
advertisement
advertisement
গতকাল অর্থাৎ রবিবার আইপিএল-এর ফিনালেতে এই ছবির ট্রেলার প্রকাশ করেন আমির। লাল সিং চাড্ডা ছবিতে এ ছাড়াও অভিনয় করেছেন মোনা সিং, নাগা চৈতন্য। করিনাকে লাল সিং এর প্রেমিকার চরিত্রে দেখা যাবে। অন্যদিকে মোনা সিংকে দেখা যাবে লাল সিং এর মায়ের চরিত্রে অভিনয় করতে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2022 1:44 PM IST
