Shehnaaz Gill : সিদ্ধার্থের স্মৃতি সঙ্গে নিয়েই নতুন যাত্রা শুরু শেহনাজের!

Last Updated:

Shehnaaz Gill: এই বছরই ৩০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। মুম্বই ও তেলেঙ্গানায় তাই প্রায় প্রতিদিনই শ্যুটিং করছেন সলমন।

shehnaaz
shehnaaz
#মুম্বই: প্রতিদিন খবরের শিরোনামে উঠে আসছে সলমন খানের আসন্ন ছবি কভি ইদ কভি দিওয়ালি। সলমনের এই ছবিতে অভিনয় করছেন বিগবস খ্যাত শেহনাজ গিল। জানা যাচ্ছে, এই ছবির জন্য ইতিমধ্যেই শ্যুটিং শুরু করে দিয়েছেন শেহনাজ। ছবিতে আরও এক অভিনেত্রী পূজা হেগড়েও অভিনয় করেছেন।
মুম্বইয়ে প্রথম পর্যায়ের শ্যুটিং শুরু করেছেন শেহনাজ। এর পরে ছবির কলাকুশলী পৌঁছবেন হায়দরাবাদে। তবে এখানেই শেষ নয়। এর পরে উত্তর ভারতের বেশ কিছু শহরে ছবিটির শ্যুটিং হবে। এই ছবিতে শেহনাজের বিপরীতে থাকার কথা ছিল অভিনেতা আয়ুষ শর্মার। কিন্তু আয়ুষ সেই ছবি থেকে বেরিয়ে যাওয়ার পরে জানা যাচ্ছে, জেস্সি গিলকে দেখা যাবে শেহনাজের বিপরীতে। শোনা যাচ্ছে, ছবির নামেও আসবে পরিবর্তন। সলমন ইতিমধ্যেই মুম্বইয়ের সঙ্গে হায়দরাবাদেও শ্যুটিং করা শুরু করেছেন।
advertisement
জানা যাচ্ছে, এই বছরই ৩০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। মুম্বই ও তেলেঙ্গানায় তাই প্রায় প্রতিদিনই শ্যুটিং করছেন সলমন। দাব্যাং ট্যুর এর জন্য সলমনের কাঠমান্ডু যাওয়ার কথা ছিল। কিন্তু সেই শো পিছিয়ে যাওয়ায় এখন এই ছবিচেই মন দিয়েছেন সলমন।
advertisement
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই সলমনের ইদের পার্টিতে শেহনাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পার্টি থেকে যখন শেহনাজ বেরোচ্ছেন, তখন সলমন ছাড়তে আসেন তাঁকে। সেই সময়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। সলমনের হাত টেনে নিয়ে আসলেন শেহনাজ। এখানেই শেষ নয়, পাপারাৎজিদের সামনেই ভাইজানকে জড়িয়ে ধরে গালে চুমু খান শেহনাজ। নিন্দুকেরা যতই তির্যক মন্তব্য করুন, শেহনাজের ভক্তরা ঠিকই বুঝেছেন এ কেবল স্নেহ চুম্বন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shehnaaz Gill : সিদ্ধার্থের স্মৃতি সঙ্গে নিয়েই নতুন যাত্রা শুরু শেহনাজের!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement