প্রয়াত বর্ষীয়ান শিল্পী কৃষ্ণ, পিতৃহারা অভিনেতা মহেশ বাবু

Last Updated:

Veteran Actor Krishna Dies: হাসপাতাল সূত্রে জানানো হয়েছে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোর চারটে নাগাদ প্রয়াত হন এই প্রবীণ অভিনেতা

প্রয়াত হলেন বর্ষীয়ান তেলুগু অভিনেতা কৃষ্ণ
প্রয়াত হলেন বর্ষীয়ান তেলুগু অভিনেতা কৃষ্ণ
হায়দরাবাদ : দক্ষিণী বিনোদন দুনিয়ায় ইন্দ্রপতন৷ প্রয়াত হলেন বর্ষীয়ান তেলুগু অভিনেতা কৃষ্ণ৷ হায়দরবাদের এক সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা প্রক্রিয়া চালাকালীন মঙ্গলবার কার্ডিয়ার অ্যারেস্টে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি৷ বয়স হয়েছিল ৭৯ বছর৷ অভিনেতা মহেশ বাবুর বাবা কৃষ্ণকে সোমবার ভোরে হাসপাতালে ভর্তি করা হয়৷ তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল৷
কার্ডিয়াক অ্যারেস্টের পর কৃষ্ণর চিকিৎসা করছিলেন বিভিন্ন শাখার চিকিৎসকদের একটি দল৷ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোর চারটে নাগাদ প্রয়াত হন এই প্রবীণ অভিনেতা৷ তাঁর প্রকৃত নাম ঘট্টমানেনি শিব রাম কৃষ্ণ মূর্তি৷ দীর্ঘ কুশীলব জীবনে তিনি অভিনয় করেছেন ৩৫০ টি ছবিতে৷ নিজের সেরা সময়ে তিনি ছিলেন শীর্ষ নায়ক৷ পরিচালক ও প্রযোজক হিসেবেও সুনাম কুড়িয়েছিলেন তিনি৷ ২০০৯ সালে তাঁকে সম্মানিত করা হয় পদ্ম ভূষণ শিরোপায়৷
advertisement
advertisement
আরও পড়ুন :  কবে রিলিজ করবে 'পুষ্পা 2'? অবশেষে জানা গেল দিনক্ষণ, জানুন
কৃষ্ণর স্ত্রী তথা মহেশ বাবুর মা ইন্দিরা দেবী এ বছরই সেপ্টেম্বরে প্রয়াত হয়েছেন৷ তার কয়েক মাস আগেই পুত্রহারা হন কৃষ্ণ৷ প্রয়াত হন তাঁর বড় ছেলে রমেশ বাবু৷ অভিনেতার দ্বিতীয় পক্ষের স্ত্রী অভিনেত্রী বিজয়া নির্মলা প্রয়াত হয়েছেন ২০১৯ সালে৷
advertisement
তেলুগু তথা দক্ষিণী বিনোদন মহলে নিজেই ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হয়েছিলেন কৃষ্ণ৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া অভিনয় জগতে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রয়াত বর্ষীয়ান শিল্পী কৃষ্ণ, পিতৃহারা অভিনেতা মহেশ বাবু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement