প্রয়াত বর্ষীয়ান শিল্পী কৃষ্ণ, পিতৃহারা অভিনেতা মহেশ বাবু
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Veteran Actor Krishna Dies: হাসপাতাল সূত্রে জানানো হয়েছে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোর চারটে নাগাদ প্রয়াত হন এই প্রবীণ অভিনেতা
হায়দরাবাদ : দক্ষিণী বিনোদন দুনিয়ায় ইন্দ্রপতন৷ প্রয়াত হলেন বর্ষীয়ান তেলুগু অভিনেতা কৃষ্ণ৷ হায়দরবাদের এক সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা প্রক্রিয়া চালাকালীন মঙ্গলবার কার্ডিয়ার অ্যারেস্টে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি৷ বয়স হয়েছিল ৭৯ বছর৷ অভিনেতা মহেশ বাবুর বাবা কৃষ্ণকে সোমবার ভোরে হাসপাতালে ভর্তি করা হয়৷ তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল৷
কার্ডিয়াক অ্যারেস্টের পর কৃষ্ণর চিকিৎসা করছিলেন বিভিন্ন শাখার চিকিৎসকদের একটি দল৷ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোর চারটে নাগাদ প্রয়াত হন এই প্রবীণ অভিনেতা৷ তাঁর প্রকৃত নাম ঘট্টমানেনি শিব রাম কৃষ্ণ মূর্তি৷ দীর্ঘ কুশীলব জীবনে তিনি অভিনয় করেছেন ৩৫০ টি ছবিতে৷ নিজের সেরা সময়ে তিনি ছিলেন শীর্ষ নায়ক৷ পরিচালক ও প্রযোজক হিসেবেও সুনাম কুড়িয়েছিলেন তিনি৷ ২০০৯ সালে তাঁকে সম্মানিত করা হয় পদ্ম ভূষণ শিরোপায়৷
advertisement
No need to feel sad because I am sure that Krishna garu and Vijayanirmalagaru are having a great time in heaven singing and dancing 💐💐💐 https://t.co/md0sOArEeG via @YouTube
— Ram Gopal Varma (@RGVzoomin) November 15, 2022
advertisement
আরও পড়ুন : কবে রিলিজ করবে 'পুষ্পা 2'? অবশেষে জানা গেল দিনক্ষণ, জানুন
কৃষ্ণর স্ত্রী তথা মহেশ বাবুর মা ইন্দিরা দেবী এ বছরই সেপ্টেম্বরে প্রয়াত হয়েছেন৷ তার কয়েক মাস আগেই পুত্রহারা হন কৃষ্ণ৷ প্রয়াত হন তাঁর বড় ছেলে রমেশ বাবু৷ অভিনেতার দ্বিতীয় পক্ষের স্ত্রী অভিনেত্রী বিজয়া নির্মলা প্রয়াত হয়েছেন ২০১৯ সালে৷
advertisement
তেলুগু তথা দক্ষিণী বিনোদন মহলে নিজেই ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হয়েছিলেন কৃষ্ণ৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া অভিনয় জগতে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2022 10:02 AM IST