কবে রিলিজ করবে 'পুষ্পা 2'? অবশেষে জানা গেল দিনক্ষণ, জানুন
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Pushpa 2 Release Date : সূত্রের খবর, এই পুষ্পা আগের সিকোয়েল থেকে আরও অনেক বেশি সুন্দর এবং আরও মারাত্মক হতে চলেছে
#মুম্বই: Pushpa: The Rise- সিনেমার দুর্দান্ত সাফল্যের পরে Pushpa: The Rule-এর জন্য় অপেক্ষা করতে পারছেন আর ভক্তরা। ২০২৪-এর প্রথমের দিকেই হলে আসছে পুষ্পার দ্বিতীয় সিজনটি।
সূত্রের খবর, আল্লু অর্জুন এবং সুকুমার বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করেন এবং নির্মাতারা তাতে সম্মতও হন। শোনা যাচ্ছে পুষ্পা; দ্য রুলের প্রত্যাশিত বাজেট আনুমানিক ৪০০ কোটি টাকা! শুধুমাত্র আল্লু অর্জুনই পারিশ্রমিক হিসাবে চেয়েছেন ১০০ কোটি টাকা! যদি তা হয় তবে এটি হবে একটি চলচ্চিত্রের জন্য তাঁর নেওয়া সর্বোচ্চ পারিশ্রমিক।
advertisement
advertisement
সূত্রের খবর, এই পুষ্পা আগের সিকোয়েল থেকে আরও অনেক বেশি সুন্দর এবং আরও মারাত্মক হতে চলেছে। ব্য়ঙ্ককে শ্য়ুটিং স্পট ঘুরে দেখা চলছে পুরোদমে, চলতি বছরের ডিসেম্বরেই শুরু হবে শ্য়ুটিং।
সুকুমার খুব খেটে যত্ন করে সিনেমা তৈরি করেন সবসময়। তাই সময় নিয়েই করবেন শ্য়ুটিং। ২০২৪-এর মার্চ-এপ্রিলে ছবিটি মুক্তি পেতে পারে।
advertisement
প্রসঙ্গত, পুষ্পা: দ্য রাইজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০২১ সালের ডিসেম্বরে৷ সূত্রের খবর, সিক্যুয়ালটি প্রথম প্রথম অংশের দেড় বছর পরে ২০২৩ সালে মুক্তি পেতে পারে৷ বলা বাহুল্য, যে গতিতে সিনেমাটির শ্যুটিং হচ্ছে তার উপর ভিত্তি করেই মুক্তির তারিখ পরিকল্পনা ও পরিবর্তন করা হয়। শ্যুটিং শুরু হলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2022 7:51 PM IST