Konkona Sensharma and Ranvir Shorey’s son Haroon : গোয়ায় ছুটি কটিয়ে ফেরবার পর কোভিডে আক্রান্ত কঙ্কণা-রণবীরের ছেলে হারুণ

Last Updated:

Konkona Sensharma and Ranvir Shorey’s son Haroon gets covid 19 infected: ছেলেকে নিয়ে ছুটি কাটাতে রণবীর (Ranvir Shorey) গিয়েছিলেন গোয়ায় (Goa)৷ সেখান থেকে মুম্বই ফেরবার পথে বিমানবন্দরে পরীক্ষায় ধরা পড়ে হারুণ আক্রান্ত

মুম্বই : করোনা ভাইরাসে আক্রান্ত রণবীর শোরে এবং কঙ্কণা সেনশর্মার একমাত্র সন্তান হারুণ (Konkona Sensharma and Ranvir Shorey’s son Haroon gets covid 19 infected )৷ মঙ্গলবার নিজেই এ খবর ট্যুইট করে জানিয়েছেন অভিনেতা৷ ছেলেকে নিয়ে ছুটি কাটাতে রণবীর (Ranvir Shorey) গিয়েছিলেন গোয়ায় (Goa)৷ সেখান থেকে মুম্বই ফেরবার পথে বিমানবন্দরে পরীক্ষায় ধরা পড়ে হারুণ আক্রান্ত৷ তবে সে অ্যাসিম্পটোম্যাটিক, জানিয়েছেন রণবীর৷
ট্যুইটারে তিনি লিখেছেন, ‘‘আমার ছেলে হারুণ এবং আমি গোয়ায় গিয়েছিলাম ছুটি কাটাতে৷ মুম্বইয়ে ফিরে বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষা করা হয়৷ সেখানেই ধরা পড়ে হারুণ কোভিড পজিটিভ৷ তবে আমরা দু’জনেই অ্যাসিম্পটোম্যাটিক৷ হারুণ কোভিড পজিটিভ জানার পরই অমরা সম্পূর্ণ নিভৃতবাসে রয়েছি৷ ’’
নিজের ট্যুইটবার্তায় দেশের কোভিড তরঙ্গ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা৷ সোমবার ৬৭ টি নতুন পজিটিভ কেসের সঙ্গে গোয়ার কোভিড পজিটিভ সংখ্যা পৌঁছেছে ১ লক্ষ ৮০ হাজার ১১৭-তে৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : ৮৬ -তে যৌবনেই ধর্মেন্দ্র, নিজেই করছেন গম পেষাই, ভিডিও ভাইরাল
রণবীর জানিয়েছেন তাঁর কোভিড টিকাকরণ সম্পূর্ণ৷ তবে তাঁর আক্ষেপ ১০ বছরের শিশুর জন্য এখনও কোনও টিকা আসেনি৷ শিশুদের জন্য টিকা এনে অপ্রয়োজনীয় উদ্বেগ দূর করার জন্যও আবেদন করেন রণবীর৷ তবে বুধবার তাঁর আবার কোভিড পরীক্ষা করাবেন, সে কথাও জানিয়েছেন রণবীর৷ সম্পূর্ণ টিকাকরণ হয়ে যাওয়া সত্ত্বেও তিনি নিজেরও কোভিড পরীক্ষা করাবেন বলে জানান রণবীর৷ এ বছরের গোড়ায় ফেব্রুয়ারি মাসে রণবীর নিজেও কোভিড আক্রান্ত হয়েছিলেন৷
advertisement
আরও পড়ুন : প্রেমিকার হোক বা সাপের ছোবল! তোয়াক্কা না করেই জেনেলিয়ার সঙ্গে নাচে মত্ত সলমন খান!
তিন বছরের প্রেমপর্বে পরে রণবীর ও কঙ্কণা বিয়ে করেন ২০১০-এর ৩ সেপ্টেম্বর৷ পরের বছর মার্চে জন্ম হয় একমাত্র সন্তান হারুণের৷ তবে তাঁদের দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি৷ ২০১৫-র সেপ্টেম্বরে তাঁদের সেপারেশনের কথা ঘোষণা করেন এই তারকা জুটি৷ তাঁদের ডিভোর্সের প্রক্রিয়া সম্পূর্ণ হয় ২০২০-র অগাস্টে৷
advertisement
কাজের দিক দিয়ে সম্প্রতি ওয়েবসিরিজ ‘রংবাজ’, ‘মেট্রোপার্ক’, ‘বম্বার্স’, ‘হাই’, ‘সানফ্লাওয়ার’-সহ বেশি কিছু ওয়েবসিরিজে নজর কেড়েছেন ‘খোসলা কা ঘোসলা’ ছবির অভিনেতা রণবীর শোরে৷ অন্যদিকে দীর্ঘ দিন পর অপর্ণা সেনের পরিচালনায় ‘দ্য রেপিস্ট’-এ অভিনয় করলেন কন্যা কঙ্কণা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Konkona Sensharma and Ranvir Shorey’s son Haroon : গোয়ায় ছুটি কটিয়ে ফেরবার পর কোভিডে আক্রান্ত কঙ্কণা-রণবীরের ছেলে হারুণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement