Viral Video: ৮৬ -তে যৌবনেই ধর্মেন্দ্র, নিজেই করছেন গম পেষাই, ভিডিও ভাইরাল

Last Updated:

ধর্মেন্দ্র নিজের সাইক্লিং(Dharmendra Workout) করে গম ভাঙানোর ভিডিও পোস্ট করেছেন৷ ধর্ম পাজির এই কাণ্ডের ভিডিও মুহূর্তেই ভাইরাল (Viral Video)৷

dharmendra grinding wheat with workout watch video, Viral- Photo Courtesy- Instagram/Video Grab
dharmendra grinding wheat with workout watch video, Viral- Photo Courtesy- Instagram/Video Grab
#মুম্বই: ধর্মেন্দ্রকে (Dharmendra) দেখে সকলেই বলছেন এজ ইজ জাস্ট এ নম্বর - অর্থাৎ বয়স শুধুমাত্র একটা সংখ্যা৷ বলিউডের (Bollywood) বর্ষীয়ান অভিনেতার বয়স এখন ৮৬ বছর৷ কিন্তু ৮৬ তেও তিনি স্বছন্দ ও সাবলীল৷ আসলে শরীরে বার্ধক্য এলেও মনে এখন যৌবনের রঙ জারি রয়েছে৷ ধর্মেন্দ্র সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অ্যাক্টিভ৷ তিনি সেখানে ফ্যানদের মনোরঞ্জনের জন্য নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও আপলোড করেন৷ তিনি নিজের শরীর স্বাস্থ্যের খেয়ালও রাখেন৷ তিনি সাম্প্রতিক একটি ভিডিও পোস্ট করে ট্যাগলাইনে লিখেছেন এক পন্থ দো কাজ, অর্থাৎ একটা পথ ও দুটি কাজ৷ ধর্মেন্দ্র নিজের সাইক্লিং(Dharmendra Workout)  করে গম ভাঙানোর ভিডিও পোস্ট করেছেন৷ ধর্ম পাজির এই কাণ্ডের ভিডিও মুহূর্তেই ভাইরাল (Viral Video)৷
ধর্মেন্দ্রর এক পথ ও দুই কাজ
advertisement
ধর্মেন্দ্র নিজের ফিটনেসের (Dharmendra Workout)  সঙ্গে সঙ্গে রুটি -র জোগাড়ও করেছেন৷ ইনস্টাগ্রামে শেয়ার করা ধর্ম পাজির ভিডিও (Viral Video) এইরকমই৷ সাইক্লিং করতে ধর্মেন্দ্র গম পেষাইয়ের কাজ করছেন৷ অভিজ্ঞ অভিনেতা-র এই রূপে তাঁর ফ্যানরা একেবারে ফিদা হয়ে গেছেন৷ সাদা রঙের ট্যাক স্যুট এবং কালো রঙের টুপি পরে সাইক্লিং করছেন৷ ধর্মেন্দ্র ফ্যানদের ব্লকব্লাস্টার শোলে ছবি মনে করিয়ে দিয়েছেন৷ এই ভিডিও (Viral Video) -র সঙ্গে ক্যাপশনে তিনি  লিখেছেন, সাইক্লিং- সাইক্লিং, সাইক্লিং, সাইক্লিং আর চাক্কি পিসিং, অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং - হা হা৷
advertisement
advertisement
ধর্মেন্দ্র -র ফ্যান এই জোগাড়ের তারিফ করেছে
ধর্মেন্দ্র ওয়ার্ক আউট (Dharmendra Workout) করার সঙ্গে সঙ্গে গম পেষাই করছেন৷ এক ফ্যান লিখেছেন ৮৬ বছরের ওল্ড ইয়ং বয়৷ একজন লিখেছেন গরম-ধরম৷ এক ফ্যান লিখেছেন আপনি খুবই ডাউন টু আর্থ৷ ইশ্বর আপনাকে দীর্ঘ জীবন দিন ৷ এক ফ্যান লিখেছেন জাঠ কা থট৷ সকলে তাঁকে এত এনার্জেটিক দেখে একেবারে দারুণ খুশি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: ৮৬ -তে যৌবনেই ধর্মেন্দ্র, নিজেই করছেন গম পেষাই, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement