Soumitra Chatterjee: সৌমিত্রহারা অর্কেস্ট্রা গ্রুপ! তিনি একচিলতে রিহার্সালের জায়গা খুঁজে না দিলে আজ শো করাই সম্ভব ছিল না
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Soumitra Chatterjee: উনি গল্ফগ্রিন রোডে ফিল্ম সার্ভিস স্টুডিওর ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই সময় টাকা-পয়সা ছাড়া রিহার্সালের অতবড়ো জায়গা পাওয়া কঠিন ছিল ওঁনার কথাতেই হয়েছিল সমস্যার সমাধান
#কলকাতা: পশ্চিমবঙ্গের একমাত্র বড়ো স্ট্রিং অর্কেস্ট্রা। নাম 'কলকাতা ইউথ আনসেম্বল'(KYE)। সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর কাজ-ব্যস্ততার মাঝে প্রায়সই যেতেন এই নিখাত সুর শুনতে। তবে এইবছর প্রথমবারের জন্য সেই লাইভ মিউজিকের দর্শকাসনে থাকবেন না 'ফেলুদা', যিনি ছিলেন এই দলের পৃষ্ঠপোষক।

"সৌমিত্র চট্টোপাধ্যায় একবার বলেছিলেন কলকাতা থেকে অর্কেস্ট্রা হারিয়ে যাচ্ছে একেবারেই। একটা সময়ে ছবিতেও অর্কেস্ট্রার প্রচলন ছিল। এখন আর কিছুই কাজ হয়না, তোমরা কিছু করো না... আমি তোমাদের সঙ্গে আছি। সেই শুরু 'কলকাতা ইউথ আনসেম্বল'-এর অর্কেস্ট্রার। শুধু অর্কেস্ট্রা তৈরি করলেই তো হল না, রিহার্সাল কোথায় হবে? উনি গল্ফগ্রিন রোডে ফিল্ম সার্ভিস স্টুডিওর ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই সময় টাকা-পয়সা ছাড়া রিহার্সালের অতবড়ো জায়গা পাওয়া কঠিন ছিল ওঁনার কথাতেই হয়েছিল সমস্যার সমাধান।", জানালেন সংস্থার স্রষ্টা অমিতাভ ঘোষ।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রতিটি স্কুলে বাচ্চাদের নিরাপদ যৌনতা এবং যৌন স্বাস্থ্য সম্পর্কে শিক্ষিত করা উচিত: রকুল প্রিত সিং
আগামী ১৩ অগাস্ট ২০২২, শনিবার সন্ধ্যে সাড়ে ৫টায় মধূসুদন মঞ্চে এক সুরেলা সন্ধ্যার আয়োজন করা হয়েছে। যেখানে ১২০জন শিল্পীর সমবেত সুর ঝঙ্কারে অনুরণিত হবে তিলোত্তমা। লাইভ মিউজিক পৌঁছে যাবে সারা বিশ্বের কাছে। ১০০ জন ভায়োলিন শিল্পী, সেতার, তবলা, পাথওয়াজ-এর মতো যন্ত্রের সমাহারে বেজে উঠবে পশ্চিমী ও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং সঙ্গে থাকবে কালজয়ী কিছু গানের ভোকাল সিম্ফনী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 04, 2022 7:39 PM IST