Soumitra Chatterjee: সৌমিত্রহারা অর্কেস্ট্রা গ্রুপ! তিনি একচিলতে রিহার্সালের জায়গা খুঁজে না দিলে আজ শো করাই সম্ভব ছিল না

Last Updated:

Soumitra Chatterjee: উনি গল্ফগ্রিন রোডে ফিল্ম সার্ভিস স্টুডিওর ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই সময় টাকা-পয়সা ছাড়া রিহার্সালের অতবড়ো জায়গা পাওয়া কঠিন ছিল ওঁনার কথাতেই হয়েছিল সমস্যার সমাধান

#কলকাতা: পশ্চিমবঙ্গের একমাত্র বড়ো স্ট্রিং অর্কেস্ট্রা। নাম 'কলকাতা ইউথ আনসেম্বল'(KYE)। সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর কাজ-ব্যস্ততার মাঝে প্রায়সই যেতেন এই নিখাত সুর শুনতে। তবে এইবছর প্রথমবারের জন্য সেই লাইভ মিউজিকের দর্শকাসনে থাকবেন না 'ফেলুদা', যিনি ছিলেন এই দলের পৃষ্ঠপোষক।
"সৌমিত্র চট্টোপাধ্যায় একবার বলেছিলেন কলকাতা থেকে অর্কেস্ট্রা হারিয়ে যাচ্ছে একেবারেই। একটা সময়ে ছবিতেও অর্কেস্ট্রার প্রচলন ছিল। এখন আর কিছুই কাজ হয়না, তোমরা কিছু করো না... আমি তোমাদের সঙ্গে আছি। সেই শুরু 'কলকাতা ইউথ আনসেম্বল'-এর অর্কেস্ট্রার। শুধু অর্কেস্ট্রা তৈরি করলেই তো হল না, রিহার্সাল কোথায় হবে? উনি গল্ফগ্রিন রোডে ফিল্ম সার্ভিস স্টুডিওর ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই সময় টাকা-পয়সা ছাড়া রিহার্সালের অতবড়ো জায়গা পাওয়া কঠিন ছিল ওঁনার কথাতেই হয়েছিল সমস্যার সমাধান।", জানালেন সংস্থার স্রষ্টা অমিতাভ ঘোষ।
advertisement
advertisement
আগামী ১৩ অগাস্ট ২০২২, শনিবার সন্ধ্যে সাড়ে ৫টায় মধূসুদন মঞ্চে এক সুরেলা সন্ধ্যার আয়োজন করা হয়েছে। যেখানে ১২০জন শিল্পীর সমবেত সুর ঝঙ্কারে অনুরণিত হবে তিলোত্তমা। লাইভ মিউজিক পৌঁছে যাবে সারা বিশ্বের কাছে। ১০০ জন ভায়োলিন শিল্পী, সেতার, তবলা, পাথওয়াজ-এর মতো যন্ত্রের সমাহারে বেজে উঠবে পশ্চিমী ও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং সঙ্গে থাকবে কালজয়ী কিছু গানের ভোকাল সিম্ফনী।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Soumitra Chatterjee: সৌমিত্রহারা অর্কেস্ট্রা গ্রুপ! তিনি একচিলতে রিহার্সালের জায়গা খুঁজে না দিলে আজ শো করাই সম্ভব ছিল না
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement