Khushi Kapoor: নোজ জব এবং লিপ ফিলার করিয়েছেন বলে বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন খুশি কাপুর; এবার সেই প্রসঙ্গে নীরবতা ভাঙলেন শ্রীদেবী-কন্যা

Last Updated:

Khushi Kapoor: কসমেটিক সার্জারি প্রসঙ্গে নিজের সিদ্ধান্তের বিষয়ে মুখ খুললেন বি-টাউনের অভিনেত্রী তথা স্টার কিড খুশি কাপুর। তিনি আসলে কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী এবং বলিউডের স্বনামধন্য প্রযোজক বনি কাপুরের ছোট কন্যা।

খুশি কাপুর
খুশি কাপুর
মুম্বইঃ কসমেটিক সার্জারি প্রসঙ্গে নিজের সিদ্ধান্তের বিষয়ে মুখ খুললেন বি-টাউনের অভিনেত্রী তথা স্টার কিড খুশি কাপুর। তিনি আসলে কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী এবং বলিউডের স্বনামধন্য প্রযোজক বনি কাপুরের ছোট কন্যা। এদিকে গত সোমবারই ইনস্টাগ্রামে প্রকাশ পেয়েছে ‘কার্লি টেলস’-এর আসন্ন এক এপিসোডের একটি প্রোমো। সেখানে নিজের নোজ জব এবং লিপ ফিলার-সহ কসমেটিক এনহ্যান্সমেন্টের বিষয়ে কথা বলেছেন ‘দ্য আর্চিস’ অভিনেত্রী।
প্রোমোয় নিজের শৈশবের বিষয়ে কথা বলতে শোনা যায় খুশি কাপুরকে। স্বীকার করে নিয়ে শ্রীদেবী-কন্যা বলেন যে, ছোটবেলায় তিনি বেশ অ্যাটেনশন সিকার ছিলেন। অর্থাৎ প্রচারের আলোয় কিংবা সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করতেন তিনি। কসমেটিক প্রক্রিয়া নিয়ে খুশিকে তাঁর সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে অভিনেত্রী বলেন যে, “আমার মনে হয় না, এটা এত বড় ব্যাপার। আমায় প্লাস্টিক শব্দটার মতোই দেখায়… আসলে প্লাস্টিক নিয়ে মানুষ মনে করেন যে, এটা সবথেকে বড় অপমান, যা অন্যকে করা যেতে পারে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের সফর প্রসঙ্গে আলোকপাত করেন খুশি। তাঁর কথায়, এমনকী ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে আমি কেমন কিংবা আমি কে, এই নিয়ে মানুষের আগে থেকেই একটা ধারণা ছিল। এর বেশিরভাগই ছিল নেতিবাচক।”
advertisement
advertisement
আসলে গত বছরের অগাস্ট মাসে ইনস্টাগ্রাম আলাপচারিতা থেকেই এই চর্চার উদ্রেক হয়েছিল। আসলে একটি অনুষ্ঠানে মা শ্রীদেবীর সঙ্গে যোগ দিয়েছিলেন খুশি। সেই পুরনো ভিডিওটি ‘দ্য আর্চিস’ ছবির প্রিমিয়ারের আগে ছড়িয়ে পড়েছিল। তাতে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেন যে, “খুশিকে একদম আগের মতোই দেখতে রয়েছে। মানে দেখে মনে হচ্ছে উনি শুধু ওজন ঝরিয়েছেন।” অন্য একজন লিখেছেন যে, “সেই সময় তাঁর বয়স ছিল ১২ বছর। সেই সময় ব্রেসেস ছিল তাঁর, এমনকী লিপ ফিলারও হয়েছিল তাঁর।”
advertisement
জবাবে খুশি এই জল্পনার কথা স্বীকার করেছেন। মজাচ্ছলে উত্তর দিয়ে তিনি বলেন যে, “লিপ ফিলার এবং (নাকের ইমোজি) হাহাহা!” মা শ্রীদেবী এবং দিদি জাহ্নবী কাপুরের পথেই হাঁটছেন খুশি কাপুর। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবির হাত ধরে বলিউডে পদার্পণ করেছেন খুশি। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটিতে বেটি কুপারের চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন তিনি। এরপর ‘লাভইয়াপ্পা’-য় জুনেইদ খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে খুশি কাপুরকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Khushi Kapoor: নোজ জব এবং লিপ ফিলার করিয়েছেন বলে বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন খুশি কাপুর; এবার সেই প্রসঙ্গে নীরবতা ভাঙলেন শ্রীদেবী-কন্যা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement