Katrina Kaif-Vicky Kaushal celebrate first Holi together after wedding: বিয়ের পর প্রথম দোল... পরিবারের সঙ্গে রং খেলায় মাতলেন ক্যাটরিনা-ভিকি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শ্বশুর-শাশুড়ি, বর আর ভিকির ভাই অভিনেতা সানি কৌশলের সঙ্গে 'পারফেক্ট ফ্যামিলি'-র দুটি ছবি 'টাইগার থ্রি' তারকা নিজেই পোস্ট করলেন ইনস্টাগ্রামে
#মুম্বই: বিয়ের পর প্রথম দোল বলে কথা! একে অপরের রং-এ ডুব দিলেন বলিটাউনের পাওয়ার কাপল-সদ্যবিবাহিত ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল (Katrina Kaif-Vicky Kaushal celebrate first Holi together after wedding)। বাড়িতেই ভিকির পরিবারের সঙ্গে রং খেলায় মাতলেন ক্যাটরিনা। লাল আবিরে সুন্দরীর জৌলুশ যেন আরও কয়েক গুণ বেড়েছে (Katrina Kaif-Vicky Kaushal celebrate first Holi together after wedding)!
advertisement
advertisement
শ্বশুর-শাশুড়ি, বর আর ভিকির ভাই অভিনেতা সানি কৌশলের সঙ্গে 'পারফেক্ট ফ্যামিলি'-র দুটি ছবি 'টাইগার থ্রি' তারকা নিজেই পোস্ট করলেন ইনস্টাগ্রামে! ছবিতে দেখা যাচ্ছে সবার পরনেই হোলির ট্রেডমার্ক সাদা পোশাক, মুখে-মাথায় লাল আবির! ছবিটি সম্ভবত বাড়ির বারান্দায় তোলা (Katrina Kaif-Vicky Kaushal celebrate first Holi together after wedding)।
advertisement
বৃহস্পতিবারই ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল পেজ থ্রি-র শিরোনামে এসেছিলেন! ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতার ৫০ তম জন্মদিনের পার্টিতে এই জুটির থেকে চোখ সরছিল না পাপারাৎজি থেকে আমন্ত্রিতদের। ক্যাটরিনা বেছেছিলেন নীল পোশাক সঙ্গে শিমারিং ব্ল্যাক হাই হিল, ভিকির পরনে ছিল ফ্লোরাল প্রিন্টের কালো ব্লেজার।
advertisement
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ভিকি কৌশল নিজের জীবনের দুই বিশেষ নারীর ছবি পোস্ট করেন নেটমাধ্যমে। একজন ভিকির মা বিনা কৌশল এবং দ্বিতীয়জন তাঁর স্ত্রী ক্যাটরিনা কাইফ। শাশুড়ির কোলে বসে আদর খাচ্ছেন বৌমা ক্যাটরিনা, ক্যাটরিনার হাতে হলুদ রঙের কাগজে মোড়ানো উপহারের বাক্স। দু'জনেই হাসিতে ডগমগ! এহেন মিষ্টি একটি ছবি শেয়ার করে ভিকি লেখেন, ‘আমার শক্তি, আমার পৃথিবী’।
advertisement
৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারায় সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। বিয়ের পর জুহুতে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন দু'জন। সেখানেই চুটিয়ে সংসার করছেন ভি-ক্যাট।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2022 7:54 PM IST