হোম /খবর /বিনোদন /
মেয়ে আনায়রার মিষ্টি ভিডিও পোস্ট করলেন কপিল, উপচে পড়ল নেটিজেনদের ভালোবাসা

Kapil Sharma: মেয়ে আনায়রার মিষ্টি ভিডিও পোস্ট করলেন কপিল, উপচে পড়ল নেটিজেনদের ভালোবাসা

আনায়রা যখন ছোট্ট ছোট্ট হাতে একটি ড্রাম সেট বাজানোর চেষ্টা করছিল, ওই সময়ই শ্যুট করা হয়েছে ভিডিওটি।

  • Share this:

#মুম্বই: ভারতের বিখ্যাত এবং জনপ্রিয় অভিনেতা ও কমেডিয়ান কপিল শর্মা (Kapil Sharma) গত মঙ্গলবার ইনস্টাগ্রামে তাঁর মেয়ে আনায়রার (Anayra) একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন। আনায়রা যখন ছোট্ট ছোট্ট হাতে একটি ড্রাম সেট বাজানোর চেষ্টা করছিল, ওই সময়ই শ্যুট করা হয়েছে ভিডিওটি। ২ বছর বয়সীকে মেয়েকে উৎসাহের সঙ্গে ড্রামে কাঠি নাড়তে দেখে এগিয়ে যান খোদ কপিল, আর বাবাকে দেখে আনায়রা মিষ্টি গলায় বলে ওঠে "বাবা, তুমি বাজাও।"কপিল একটি লাভস্ট্রাক এবং হার্ট ইমোজি-সহ বাবা-মেয়ের এই মিষ্টি মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "যেমন বাবা তেমন মেয়ে"।প্রসঙ্গত, কপিল এবং তাঁর স্ত্রী ২০১৯ সালেই সদ্য বাবা-মা হয়েছেন। পরে তাঁরা গত বছর ২০২১ সালে তাঁদের ছেলে ত্রিশানকে (Trishaan) স্বাগত জানান।

আরও পড়ুন: শরীরে একটা সুতো পর্যন্ত নেই, বাথটাবে শুয়ে স্নান করছেন শ্রাবন্তী, তুমুল ভাইরাল ছবি

কপিল সম্প্রতি Netflix-এ একটি স্ট্যান্ড-আপ স্পেশ্যাল শো দিয়ে আত্মপ্রকাশ করতে প্রস্তুত, ‘আই অ্যাম নট ডান ইয়েট’ (I am Not Done Yet) নামে ওই শো-ও জমজমাট হতে চলেছে, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই কপিলের এই শো-এর কথা শোনা যাচ্ছে। শো-এর একটি প্রোমোয় দেখা যাচ্ছে যে, দর্শকদের মাঝে বসেই কপিল তাঁর স্ত্রীর সঙ্গে খোলামেলা আড্ডা দিচ্ছেন। কপিল এ দিন ওই ভিডিওতে প্রকাশ করেছেন যে, তিনি জীবনে প্রথম মদ্যপ অবস্থায় তাঁর স্ত্রীকে ভালোবাসার কথা জানিয়েছিলেন। তার পর বর্তমান স্ত্রী তথা তৎকালীন প্রেমিকাকে এ কথাও জিজ্ঞেস করেছিলেন যে, কপিলকে তার ভালোবাসার কারণ কি। আসলে কপিলের স্ত্রী ধনী ঘরের মেয়ে সেই তুলনায় কপিল জীবনে অনেকটাই স্ট্রাগল করে আজ এই জায়গায় এসেছেন। তবে কপিলের স্ত্রী-ও কম যান, নিজের বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়ে দর্শকদের তিনি অবাক করে দিয়েছেন।

আরও পড়ুন: দেশের সব মায়েদের ধারনা বদলে দেবেন, ভারতের ‘প্রথম গর্ভবতী সঞ্চালক’ ভারতী

এর আগে রিলিজ হওয়া প্রোমোগুলির মধ্যে একটিতে, কপিলকে তার কুখ্যাত টুইট নিয়ে রসিকতা করতে দেখা গিয়েছে, যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Minister Narendra) ট্যাগ করেই প্রচুর অর্থব্যয় করে মলদ্বীপে পালিয়েছিলেন।কপিল শর্মার স্ট্যান্ড-আপ কমেডি শোয়ের শিরোনাম I'm Not Done Yet আগামীতে আসতে চলেছে। এই শোয়ে দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show) থেকে তাঁর মা এবং বন্ধুদের বিভিন্ন চরিত্ররাও থাকছে। সেই অনুষ্ঠানটি আগামী ২৮ জানুয়ারী থেকে Netflix-এ সম্প্রচারিত হবে।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Kapil Sharma