Kapil Sharma: এত সাফল্য পেয়েও শেষমেশ 'একা' কপিল! বড়সড় ঘোষণায় হতবাক অনুরাগীরা
- Published by:Sanchari Kar
Last Updated:
Kapil Sharma: গানের নতুন অ্যালবাম আনছেন কপিল। নাম 'অ্যালোন'। তবে নাম যা-ই হোক না কেন, হাতেখড়িতে মোটেই একা নন গায়ক।
মুম্বই: অভিনেতা বা কৌতুকশিল্পী হিসেবে তিনি কতটা দক্ষ, তা নতুন করে বলে দিতে হয় না। গায়ক হিসেবেও যে তিনি কোনও অংশে কম নন, এত দিনে তা - ও ভাল ভাবে জেনে গিয়েছেন কপিল শর্মার অনুরাগীরা । টেলিভিশনের অনুষ্ঠান হোক বা মঞ্চ, সুযোগ পেলেই ইচ্ছা মতো দু'এক কলি গেয়ে উঠতেন তিনি। এ বার আনুষ্ঠানিক ভাবে গায়ক হিসেবে আত্মপ্রকাশ।
গানের নতুন অ্যালবাম আনছেন কপিল। নাম 'অ্যালোন'। তবে নাম যা-ই হোক না কেন, হাতেখড়িতে মোটেই একা নন গায়ক। কপিলের সঙ্গে এই অ্যালবামে গান করবেন গুরু রন্ধাওয়া। দু 'জনেই পঞ্জাবের বাসিন্দা। পেশাগত ক্ষেত্রে পা রাখার আগে থেকেই গুরুর সঙ্গে কপিলের সখ্য।
advertisement
advertisement
অ্যালবামের পোস্টার নেটমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন গুরুর। দেখা যাচ্ছে, খয়েরি রঙের একটি কোর্ট পরে দাড়িয়ে তিনি। চোখে কালো চশমা। অভিনেতার পাশে কালো কোর্টে গুরু। সুখবর জানিয়ে গায়ক লিখেছেন, ' সারা বিশ্ব কপিল দাদার ডেবিউ গান শুনবে । সেই অপেক্ষায় রয়েছি।' ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে অ্যালবামটি।
advertisement
কপিলকে শুভেচ্ছা জানিয়েছেন মিকা, বাদশার মতো শিল্পীরা। অনুরাগীরাও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন শিল্পীকে।
টেলিভিশন শোয়ের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করছেন কপিল। নন্দিতা দাস অভিনীত জ্যিগাতো-তে দেখা যাবে শিল্পীকে। এই ছবিতে খাবার সরবরাহকারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 8:52 AM IST

