Shah Rukh Khan: হয় যৌনতা নয় শাহরুখ খান! বলিউডের বাদশাকে নিয়ে নেহার মন্তব্যে তোলপাড় চারদিক
- Published by:Sanchari Kar
Last Updated:
Shah Rukh Khan: ইতিমধ্যেই 'পাঠান' দেখে ফেলেছেন নেহা। শাহরুখ এবং বাকিদের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী।
মুম্বই: ফিরিয়াছেন... তিনি ফিরিয়াছেন...
চার বছর ধরে ছিলেন মেঘের আড়ালে। শাহরুখ খান বড় পর্দায় ফিরে এলেন 'পাঠান' ঝড় নিয়ে। বুঝিয়ে দিলেন, বলিউডে দীর্ঘ তিন দশক পার করেও ফিরে আসা যায় রাজার হালে। তাঁর জয়ের আখ্যান গাইছে বক্স অফিসের হিসেবনিকেশও। এমন আবহে আজ থেকে দু'দশক আগে নিজেরই বলা একটি কথা মনে পড়ে যাচ্ছে নেহা ধুপিয়ার। অভিনেত্রী বুঝলেন, বহু বছর আগে তিনি যা বলেছিলেন, আজও তা একই ভাবে সত্যি।
advertisement
20 years on, my statement rings true. This is not an "actor's career" but a "King's reign"! #KingKhan @iamsrk 🙌 https://t.co/TMgPzpJed4
— Neha Dhupia (@NehaDhupia) January 28, 2023
advertisement
ইন্ডাস্ট্রিত নেহা তখন নেহাতই নতুন। 'জুলি' বলে একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবিতে একাধিক খোলামেলা দৃশ্যে দেখা গিয়েছিল তাঁকে। সে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'আমাকে সেক্স সিম্বল তকমা দেওয়া হলে কোনও আপত্তি নেই। বর্তমান সময়ে হয় পর্দায় হয় যৌনতা বিক্রি হয়, নয় তো শাহরুখ খান।'
advertisement
আরও পড়ুন: দুরন্ত বেগে ছুটছে 'পাঠান'! পিছনে ফেলে দিল 'বাহুবলী ২'কেও, কত কোটির মাইলফলক পেরলেন শাহরুখ!
'পাঠান' সফল হতেই জনৈক নেটিজেন নেহার সেই উক্তি ট্যুইটারে ফিরিয়ে আনেন। তাঁর সেই ট্যুইট শেয়ার করে লেখেন, "২০ বছর পরেও আমার কথাটা একই রকম সত্যি। এটা একজন অভিনেতার কেরিয়ার না। রাজার রাজত্ব।"
advertisement
ইতিমধ্যেই 'পাঠান' দেখে ফেলেছেন নেহা। শাহরুখ এবং বাকিদের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। ট্যুইটের মাধ্যমে নিজের মুগ্ধতা প্রকাশ করতেও ভোলেননি তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2023 12:39 PM IST