Gajakesari Yog Lucky Zodiacs: অপেক্ষা শেষ! মেষ রাশিতে চন্দ্রের আগমন! গজকেশরী যোগের প্রভাবে সাফল্যে ত্রিভুবন কাঁপাবে তুলা, ধনু-সহ ৩ রাশি, কাটবে আর্থিক টানাটানি
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Gajakesari Yog Lucky Zodiacs: গজকেশরী যোগকে অত্যন্ত শুভ জ্যোতিষশাস্ত্রীয় মিলন বলে মনে করা হয়। মেষ রাশিতে আগমন ঘটছে চন্দ্রের। এর ফলে তৈরি হবে গজকেশরী যোগ।
advertisement
১০ তারিখ দুপুর ১:০২ মিনিটে চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করবে, যার ফলে গজকেশরী যোগ তৈরি হবে। এদিকে, দেবগুরু বৃহস্পতি ইতিমধ্যেই কর্কট রাশিতে প্রবেশ করে হংস মহাপুরুষ রাজযোগ তৈরি করেছেন। জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, মেষ রাশিতে চন্দ্র ও বৃহস্পতির সংযোগের ফলে সৃষ্ট গজকেশরী যোগে নিম্নলিখিত কয়েকটি রাশি বিশেষভাবে লাভবান হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement


