অজয় নয়, প্রথমে অন্য এক নায়কের প্রেমে পড়েছিলেন কাজল, জানেন তিনি কে

Last Updated:

কী ভাবছেন? কাজলের সেই ভাললাগার মানুষ অজয় দেবগণ? তাঁদের প্রেমের আখ্যান, সুখী সংসারের কথা সকলেরই জানা। কিন্তু এই 'ক্রাশ'টির কথা জানতে হলে আরও একটু পিছিয়ে যেতে হবে।

#মুম্বই: সে বহু বছর আগের কথা। এক নায়কের প্রেমে পড়েছিলেন কাজল। না, ঠিক প্রেম নয় বোধ হয়। চলতি ইংরেজিতে ক্রাশ বলতে যা বোঝায়, তনুজা-কন্যার কাছে সেই উঠতি নায়ক বোধ তা-ই ছিলেন।
কী ভাবছেন? কাজলের সেই ভাললাগার মানুষ অজয় দেবগণ? তাঁদের প্রেমের আখ্যান, সুখী সংসারের কথা সকলেরই জানা। কিন্তু এই 'ক্রাশ'টির কথা জানতে হলে আরও একটু পিছিয়ে যেতে হবে।
এক সময় অক্ষয় কুমারকে ভাল লাগত কাজলের। বলিউডের সুদর্শন নায়কটিকে এক প্রকার চোখে হারাতেন অভিনেত্রী। সম্প্রতি এক রিয়্যালিটি শোয়ে সেই পুরনো দিনের কথা ফাঁস করলেন করণ জোহর। কাজলের প্রিয় বন্ধু।
advertisement
advertisement
পরিচালক বলেন, "ওর অক্ষয়কে খুব ভাল লাগত।' তাঁর কথা শেষ না হতেই হেসে ওঠেন কাজল। কিন্তু করণ থামেন না। "ছবির প্রিমিয়ারে অক্ষয়ের খোঁজ করছিল কাজল। আর আমি ওর সঙ্গে ছিলাম। কে জানে, হয়তো আমিও অক্ষয়কে খুঁজছিলাম। আমরা ওঁকে খুজে পাইনি। কিন্তু একে অপরকে পেয়েছিলাম", স্মৃতির ঝাঁপি উপুড় করলেন করণ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
অজয় নয়, প্রথমে অন্য এক নায়কের প্রেমে পড়েছিলেন কাজল, জানেন তিনি কে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement