'কাজ নিয়ে কথা বলতে ভাল লাগে', নতুন বছরে একাধিক চমক দিতে প্রস্তুত ইশা
- Published by:Sanchari Kar
Last Updated:
চলতি বছরে সোনা ফলিয়েছেন ইশা। বক্স অফিস হোক বা ওটিটি, সবেতেই মিলেছে সাফল্য।
#কলকাতা: বর্তমানে বিতর্ক এবং তিনি যেন সমার্থক। তবে নেতিবাচকতাকে আগাগোড়াই পাত্তা দিতে নারাজ অভিনেত্রী ইশা সাহা। তাঁর কথায়, "গসিপ তো সবাই করতে পারে। কাজ নিয়ে কথা বলাই বরং ভাল।"
চলতি বছরে সোনা ফলিয়েছেন ইশা। বক্স অফিস হোক বা ওটিটি, সবেতেই মিলেছে সাফল্য। 'কর্ণসুবর্নের গুপ্তধন'-এর ভাঁড়ার উপছে পড়েছে বক্স অফিসে। অন্য দিকে, রহস্য-রোমাঞ্চে মোড়ানো 'হ্যালো! রিমেম্বার মি!'ও দর্শকমহলে প্রশংসিত। তবে এতেই সন্তুষ্ট নন অভিনেত্রী। তিনি বললেন, "নতুন বছরে আরও ভাল কাজ করতে চাই। নতুন সব চরিত্র করতে পারলে খুশি হব।"
advertisement
advertisement
আপাতত ইশার ঝুলিতে জমে একগুচ্ছ কাজ। অরিত্র সেনের 'ঘরে ফেরার গান' বড় পর্দায় আসবে নতুন বছরে। এই ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন তিনি। পরমা নেওটিয়ার ছবিতে দেখা যাবে ইশাকে। এ ছাড়াও জানুয়ারিতে মুক্তি পাবে 'ইন্দু'-র দ্বিতীয় কিস্তি।
advertisement
চলতি বছরে এক টানা কাজ করেছেন। আপাতত নিজেকে সময় দিচ্ছেন ইশা। "কয়েকটা দিন একটু নিজের মতো করে থাকি। আর তার সঙ্গেই চলতে থাকুক ভাল কাজের অপেক্ষা", মৃদু হেসে বললেন ইশা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2022 4:46 PM IST