জীবনের নতুন অধ্যায় শুরু! বাবা হলেন প্রিয়াঙ্কা চোপড়ার প্রাক্তন প্রেমিক
- Published by:Sanchari Kar
Last Updated:
২০০৮ সালে বলিউডে হাতেখড়ি হয় হরমনের। ছবির নাম 'লাভ স্টোরি ২০৫০'। বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়া। প্রথম ছবির থেকেই সহকর্মীর প্রেমে পড়েন হরমন।
#মুম্বই: জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা হরমন বাওয়েজা। জানা গিয়েছে, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সাশা রামচান্দানি। এ বিষয়ে এখনও যদিও কোনও মন্তব্য করেননি তাঁরা।
গত বছর মার্চে সাতপাক ঘুরেছিলেন হরমন এবং সাশা। ভালবেসে বিয়ে করছিলেন তাঁরা। অভিনেতার স্ত্রী পেশায় একজন নিউট্রিশন হেলথ কোচ। আপাতত নতুন অতিথিকে নিয়ে দিন কাটছে তাঁদের।
advertisement
advertisement
২০০৮ সালে বলিউডে হাতেখড়ি হয় হরমনের। ছবির নাম 'লাভ স্টোরি ২০৫০'। বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়া। প্রথম ছবির থেকেই সহকর্মীর প্রেমে পড়েন হরমন। সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। অভিনয়ের ক্ষেত্রেও বিশেষ সাফল্যের মুখ দেখেননি অভিনেতা। ইন্ডাস্ট্রিতে বেশ কয়েক বছর কাটিয়েও ছাপ ফেলতে পারেননি দর্শক-মনে। তার পর অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
২০১৬ সালে বলিউডে ফেরেন হরমন। কিন্তু তখনও অধরা থেকে যায় সাফল্য। আপাতত অন্যান্য কাজ এবং পরিবারকে নিয়ে তিনি ব্যস্ত।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2022 9:59 AM IST