শাশুড়ি দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন বৌমার, দ্বিতীয় বিয়ে ফড়িংয়ের, ব্যাঙ্কবাবু কোথায়

Last Updated:

ব্যাঙ্কবাবু ওরফে অভ্রদীপের সঙ্গে কাটানো সময়গুলো কি ভুলতে পারবে ফড়িং? মালাবদল, সিঁদুরদান, শুভদৃষ্টির সময়ে কি প্রথম প্রেম, প্রথম স্বামীর কথা মনে পড়বে নায়িকার?

#কলকাতা: 'আলতা ফড়িং'-এ নয়া চমক! জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে সে। হাজারও বাধা পেরিয়ে হয়তো সুখের দিন আসতে চলেছে তার জীবনে। আর সেই সুখের নামই কি অর্জুন?
ব্যাঙ্কবাবু ওরফে অভ্রদীপের সঙ্গে কাটানো সময়গুলো কি ভুলতে পারবে ফড়িং? মালাবদল, সিঁদুরদান, শুভদৃষ্টির সময়ে কি প্রথম প্রেম, প্রথম স্বামীর কথা মনে পড়বে নায়িকার?
advertisement
জিমনাস্টিকে আলতার সাফল্য দেখতে চায় অর্জুন। নিজের পেশায় প্রতারিত হওয়ায় তার স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু আলতাকে ব্যর্থতার অন্ধকারে দেখতে চায় না সে। তাই একদিকে যেমন ব্যাঙ্কবাবু ফড়িংয়ের জীবন ধ্বংস করার ফন্দি আঁটছেত অন্যদিকে অর্জুন সারা জীবন তাকে সঙ্গ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
advertisement
View this post on Instagram

A post shared by Star Jalsha (@starjalsha)

advertisement
ফড়িংয়ের মা এবং শ্বশুরবাড়ির অনেকেই এ কথা বুঝে গিয়েছে যে তাদের বাড়ির ছেলে ফড়িংয়ের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তুন অর্জুনই তাকে সেই ভালবাসাটা দিতে পারবে। আর তাই নিজের বৌমার পাশে দাঁড়িয়ে তার দ্বিতীয় বিয়ে দিল অভ্রর মা। বৌমাকে সাহস জুগিয়ে বলল, ''তুই কোনও ভুল করছিস না। জীবন তোকে আর একটা সুযোগ দিয়েছে।''
advertisement
পরে এও জানা যাবে, ফড়িংয়ের জ্যাঠা শ্বশুরের হারানো ছেলেই আসলে অর্জুন। অর্থাৎ অর্জুন যে আদতে ঘরেরই ছেলে, তা জানাজানি হয়ে যাবে বিয়ের পরেই। এদিকে ফড়িং তার প্রথম স্বামীকে ভুলে দ্বিতীয় স্বামীকে ভালবাসতে পারবে কিনা, সেটাই দেখার। বন্ধুত্বের সম্পর্ক কি প্রেমের রূপ নেবে?
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শাশুড়ি দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন বৌমার, দ্বিতীয় বিয়ে ফড়িংয়ের, ব্যাঙ্কবাবু কোথায়
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement