'কানতারা' ছবির লক্ষ্মীলাভ ৪০০ কোটির বেশি, নায়ক পেলেন নামমাত্র, কার পারিশ্রমিক কত

Last Updated:

যেখানে এই ছবিটির বাজেট ছিল ১৬ কোটি টাকার, সেখানে সারা বিশ্ব থেকে প্রযোজনা সংস্থার ভাণ্ডারে ৪০৬.৭৫ কোটি টাকা এসেছে। কলাকুশলীদের কে নিয়েছেন কত টাকা?

#বেঙ্গালুরু: প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি। সপ্তাহের পর সপ্তাহ হইহই করে চলেছে দক্ষিণের ব্লকবাস্টার ছবি 'কানতারা'। ওটিটি-তেও ভিউয়ারশিপ বেশ নজরকাড়া। 'কেজিএফ: চ্যাপটার ২', '৭৭৭ চার্লি'র পর এই ছবিটিও কন্নড় ইন্ডাস্ট্রির মহিমা ফিরিয়ে এনেছে। দক্ষিণ থেকে বলিউডে সাড়া ফেলে দিয়েছে ছবিটি। ব্যবসা করেছে তুমুল।
কিন্তু যত পরিমাণ লক্ষ্মীলাভ হয়েছে, তার তুলনায় কলাকুশলীদের পারিশ্রমিক বেশ নামমাত্র বলেই শোনা যাচ্ছে। ছবিটি ব্যবসা করেছে ৪০০ কোটির বেশি টাকা। কলাকুশলীদের কে নিয়েছেন কত টাকা? সংবাদমাধ্যম সূত্রে যা জানা গিয়েছে,
কিশোর- ডেপুটি রেঞ্জ ফরেস্ট অফিসার মুরালির ভূমিকায় অভিনয় করেছেন। মাত্র ১ কোটি টাকা নিয়েছেন তিনি।
advertisement
advertisement
প্রমোদ- সুধাকরার ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেতা। এই ছবিটি ছাড়াও একাধিক ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন তিনি। মাত্র ৬০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন প্রমোদ।
অচ্যূত কুমার- 'কেজিএফ: চ্যাপটার ২'-এও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। 'কানতারা'-তে খলনায়কের ভূমিকায় অভিনয় করে মাত্র ৪০ লক্ষ টাকা পেয়েছেন অভিনেতা।
সপ্তমী গৌডা- ফরেস্ট অফিসার এবং 'কানতারা'র নায়িকার ভূমিকায় দেখা গিয়েছে সপ্তমীকে। তা সত্ত্বেও ১ কোটি টাকার বেশি নয় তাঁর পারিশ্রমিক।
advertisement
ঋষভ- ছবির নায়ক এবং পরিচালক। ছবির সাফল্যের পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করেছেন তিনি। যেখানে এই ছবিটির বাজেট ছিল ১৬ কোটি টাকার, সেখানে সারা বিশ্ব থেকে প্রযোজনা সংস্থার ভাণ্ডারে ৪০৬.৭৫ কোটি টাকা এসেছে, অথচ ঋষভকে দেওয়া হয়েছে মাত্র ৪ কোটি টাকা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'কানতারা' ছবির লক্ষ্মীলাভ ৪০০ কোটির বেশি, নায়ক পেলেন নামমাত্র, কার পারিশ্রমিক কত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement