ইতিহাস গড়লেন দীপিকা পাডুকোন! প্রথম ভারতীয় হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন অভিনেত্রী
- Published by:Aryama Das
Last Updated:
প্রাক্তন স্প্যানিশ ফুটবলার, ইকার ক্যাসিলাস ফার্নান্দেজ ছিলেন দীপিকার সঙ্গে
#দোহা: ফের ভারতের জয়। দীপিকা পাডুকোন প্রথম ভারতীয় হিসেবে ফিফা ট্রফি উন্মোচন করেন। সুপারস্টার এবং ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক গ্লোবাল অ্যাম্বাসাডর বিশ্বকাপের ট্রফিটিকে একটি বিশেষ ট্রাকে করে নিয়ে যান লুসাইল স্টেডিয়ামে এবং এটি উন্মোচন করেন।
advertisement
advertisement
৬.১৭৫ কেজি ওজনের ট্রফিটি। ১৮-ক্যারেট সোনা এবং মালাচাইট দিয়ে তৈরি। ট্রফি উন্মোচনের বিষয়টি প্রাক-ম্যাচ অনুষ্ঠানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রাক্তন স্প্যানিশ ফুটবলার, ইকার ক্যাসিলাস ফার্নান্দেজ ছিলেন দীপিকার সঙ্গে।
আরও পড়ুন : বিশ্বকাপ ফাইনালের সন্ধ্যেয় উরফির প্রোফাইলে ঢুঁ মারলেই নয়া চমক! পোশাকে সিঙাড়া না পিৎজা? দেখে নিন
advertisement

একটি সাদা শার্ট, বাদামী ওভারকোট, কালো বেল্ট পরেছিলেন তিনি। এবং এরসঙ্গে একটা প্রাণখোলা হাসি যেন অভিনেত্রীকে আরও সুন্দর করে তুলেছিল। স্টেডিয়ামে লক্ষ লক্ষ ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছিল অভিনেত্রীর দিকেই। এ যেন ভারতের গর্বের চূড়ান্ত পর্ব।
আরও পড়ুন : শাহরুখের নায়িকা হবেন নুসরত? কলকাতায় দেখা হয়নি, নেটমাধ্যমে তাই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অভিনেত্রী
advertisement

'গোল্ডেন রেসিও অব বিউটি' অনুসারে বিশ্বের সেরা ১০ সুন্দরী মহিলাদের তালিকায় একমাত্র ভারতীয় হওয়ার জন্য দীপিকা পাডুকোনকে এই পদের জন্য ঠিক করা হয়েছে। এছাড়াও দীপিকা পাডুকোন একমাত্র ভারতীয় যিনি বিলাসবহুল ব্র্যান্ড এবং এমনকি পপ কালচার ব্র্যান্ডগুলির জন্য বিশ্বব্যাপী মুখ হিসাবে পরিচিত।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2022 7:40 AM IST