‘‘আমার সমস্ত ছবিই নিয়ন্ত্রণ করতে চায় সে’’

Last Updated:

সেকি! স্বস্তিকা মুখোপাধ্যায়ের মুখে এমন কথা ! টলিউডে তাঁর বহু বছর হল ৷ কিন্তু তবু এখনও নতুন নায়িকাদের হেলায় ১০ গোল দিতে পারেন নায়িকা ৷ ভাল অভিনেত্রী, টলিউডের হট অবতার, সাহসী, বোল্ড আবার সুন্দরীও.... সমস্ত বিশেষণই তাঁর জন্য একেবারে পারফেক্ট ৷

#কলকাতা: সেকি! স্বস্তিকা মুখোপাধ্যায়ের মুখে এমন কথা ! টলিউডে তাঁর বহু বছর হল ৷ কিন্তু তবু এখনও নতুন নায়িকাদের হেলায় ১০ গোল দিতে পারেন নায়িকা ৷ ভাল অভিনেত্রী, টলিউডের হট অবতার, সাহসী, বোল্ড আবার সুন্দরীও.... সমস্ত বিশেষণই তাঁর জন্য একেবারে পারফেক্ট ৷
সেই স্বস্তিকার মুখে কিনা এমন কথা ? তাঁর ছবি নিয়ন্ত্রণ করার মানুষটি কে ? নাহ! যেমনটা স্বাভাবিকভাবে অনুমান করা সহজ, বিষয়টা কিন্তু আদৌ তেমন নয় ৷ কোনও নতুন প্রেমিকের কথা মোটেই বলতে চাননি নায়িকা ৷ এখানে তাঁর এই মন্তব্যের পিছনে রয়েছে এক খুদে কালপ্রিট ৷ সদ্যই একটি ছবি পোস্ট করেছেন নায়িকা ৷ সেখানে দেখা যাচ্ছে, পুঁচকে এক ডানপিটে জোর করে নায়িকার মুখ চেপে রেখেছে তাঁর ছোট হাতের তালুটা দিয়ে ৷ আর নিজে ক্যামেরার সামনে এগিয়ে এসে পোজ দিয়েছে বেশ হাসতে হাসতে ৷  এই খুদেটি আসলে স্বস্তিকার আত্মীয়ের ছেলে ৷
advertisement
ছবি পোস্ট করেই স্বস্তিকা লিখেছেন, ‘‘প্রতিবারের মতো এবারেও সে আমার সমস্ত ফ্রেম ডমিনেট করার চেষ্টা করছে ৷’’
advertisement

he wants to dominate the frame as usual #kids nowadays #supersmart #nephew #love

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13) on

advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘‘আমার সমস্ত ছবিই নিয়ন্ত্রণ করতে চায় সে’’
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement