‘জঘন্য দেখতে তোমায়’, মেকআপ ছাড়া ছবি পোস্ট করে আক্রমণের মুখে সায়ন্তিকা

Last Updated:

মাস কয়েক আগেই মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ‘উমা’ ৷ সেই ছবিতে সায়ন্তিকার তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকলেও ছবির গল্প প্রশংসিত হয়েছিল ৷ তারপর আবার পর্দা থেকে উধাও সায়ন্তিকা ৷

#কলকাতা: মাস কয়েক আগেই মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ‘উমা’ ৷ সেই ছবিতে সায়ন্তিকার তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকলেও ছবির গল্প প্রশংসিত হয়েছিল ৷ তারপর আবার পর্দা থেকে উধাও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ তবে বাংলাদেশের নায়ক সাকিব খানের সঙ্গে পরের ছবি ‘নাকাব’-এ পর্দায় দেখা যাবে সায়ন্তিকাকে ৷ সমস্ত কাজের মধ্যেও কিন্তু কোনও বিরাম নেই শরীরচর্চায় ৷ সকালে ঘুম থেকে উঠেই তাই নায়িকার প্রথম গন্তব্য জিম ৷ সেখানেই শুরু হয়ে গিয়েছে এক্সারসাইস ৷
তবে একঘেয়ে ব্যায়ামের মধ্যে একটু অন্য স্বাদ আনতে সেলফি তুলেছেন নায়িকা ৷ একেবারেই সাদামাটা, ঘরোয়া লুকে ৷ সাদা রঙের জিম পোশাক পরা ছবিটি পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ দেখেই বোঝা যাচ্ছে, পরিশ্রম হয়েছে যথেষ্ট ৷ ঘেমে-নেয়ে একসা হয়ে গিয়েছেন নায়িকা ৷ তবু সেই ছবিটিই পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ৷ ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘মর্নিং গ্লো’ ৷ এখানেই যত বিপত্তি ৷ একের পর এক সমালোচনা ধেয়ে এসেছে নায়িকার দিকে ৷
advertisement
advertisement
জিমে ওয়ার্কাউটের সময় মেকআপহীন ছবি পোস্ট করে নেটিজেনদের আক্রমণের মুখে পড়েছেন সায়ন্তিকা ৷ ছবির কমেন্ট বক্স ভরে উঠেছে তাঁর লুকস নিয়ে ব্যক্তিগত আক্রোশে ৷ অনেকেই বলেছেন, ‘আপনাকে জঘন্য দেখতে’ ৷ কেউ বলেছেন, মেকআপ ছাড়া খুবই বাজে লাগছে ৷ কেউ আবার নায়িকার ব্রণযুক্ত ত্বকের সমালোচনা করেছেন ৷ অতিরিক্ত রোগা হওয়ার জন্যও তাঁকে ছেড়ে কথা বলেননি নেটিজেনরা ৷
advertisement
তবে এত সমালোচনার মুখে পড়েও কিন্তু নির্বিকার সায়ন্তিকা ৷ মুখ খুলতে দেখা যায়নি তাঁকে ৷

Morning glow... #goodmorning #morningfreshness #positivevibes #glow

A post shared by Sayantika Banerjee (@iamsayantikabanerjee) on

advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘জঘন্য দেখতে তোমায়’, মেকআপ ছাড়া ছবি পোস্ট করে আক্রমণের মুখে সায়ন্তিকা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement