Shinzo Abe Murder: "মহান বন্ধুকে হারালাম": শিনজো আবের মৃত্যুতে আবেগে ভাসলেন কঙ্গনা রানাওয়াত

Last Updated:

Celebs Mourn Ex-Japan PM Shinzo Abe's Death: কঙ্গনা রানাউত লিখেছেন, “ভারতের জন্য দুঃখের দিন। একজন মহান বন্ধুকে হারালাম। ওম শান্তি।”

Kangna Ranaut Mourns Shinzo Abe's Death
Kangna Ranaut Mourns Shinzo Abe's Death
Shinzo Abe Passes Away: শুক্রবার, ৮ জুলাই জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারাতে প্রচারে গিয়ে গুলিতে নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে! রাষ্ট্রনায়ক হিসেবে নিজের স্বতন্ত্র এক ভাবমূর্তি গড়ে তুলেছিলেন ৬৭ বছর বয়সী এই রাজনীতিবিদ। তাঁর হত্যাকাণ্ডে বিশ্বজুড়েই শোকের আবহ। ভারতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শুধু রাজনীতির মানুষরাই নন বলিউড তারকারাও জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর নৃশংস হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছেন।
প্রবীণ বলিউড অভিনেতা অনুপম খের ট্যুইটে শিনজো আবের মৃত্যুতে শোকপ্রকাশ করে লিখেছেন, “জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী Shinzo Abe-র হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত ও মর্মাহত! তিনি বিশ্বনেতাদের মধ্যে সবচেয়ে সহানুভূতিশীল একজন মানুষ ছিলেন এবং ভারতের একজন বিশেষ বন্ধুও ছিলেন! রাজনীতিতে এমন একজন মানুষ খুবই বিরল! তাঁর পরিবার ও জাপানের জনগণের প্রতি আমার সমবেদনা!”
advertisement
advertisement
advertisement
কঙ্গনা রানাউত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, “জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে আজ জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারাতে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, ভারতের জন্য দুঃখের দিন। একজন মহান বন্ধুকে হারালাম। ওম শান্তি।”
অভিনেতা রণবীর শোরে, গায়ক আদনান সামি, চলচ্চিত্র নির্মাতা বনি কাপুর এবং অন্যান্য অনেক বিশিষ্ট তারকাও সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে স্মরণ করেছেন।
advertisement
জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। ভারত ও জাপানের মধ্যে সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিনজো আবের হত্যার পর সোশ্যাল মিডিয়ায় আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
advertisement
advertisement
প্রধানমন্ত্রী মোদি প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে ৯ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। সূত্রের খবর, শিনজো আবে রক্তক্ষরণের কারণে মারা গিয়েছেন। নারা মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালের জরুরি চিকিৎসা বিভাগের অধ্যাপক হিদেতাদা ফুকুশিমা বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক ফুকুশিমা আরও জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার সময়ই শিনজো আবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shinzo Abe Murder: "মহান বন্ধুকে হারালাম": শিনজো আবের মৃত্যুতে আবেগে ভাসলেন কঙ্গনা রানাওয়াত
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement