Japan Ex PM Dead: ১০ ফিট দূরত্ব থেকে ঠাণ্ডা-মাথায় খুন করে শিনজো-কে, কে এই টেটসুয়া ইয়ামাগামি? হাড়হিম করা ৮-টি তথ্য

Last Updated:

শুক্রবার সকালে প্রকাশ্যেই গুলিবিদ্ধ হয়েছিলেন আবে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী পদে থাকা শিনজো

#নারা, জাপান: প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার সকালে প্রকাশ্যেই গুলিবিদ্ধ হয়েছিলেন আবে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী পদে থাকা শিনজো। দুশ্চিন্তার প্রহর গুনছিল গোটা বিশ্ব। যার গুলি শিনজোর বুকে লেগেছিল, সেই আততায়ীর পরিচয়ও প্রকাশ্যে এসেছে। তদন্তকারীদের জেরা থেকে সামনে এসেছে আততায়ী সম্পর্কে ৮ টি অজানা তথ্য, যা আপনাকে চমকে দেবে
সংবাদ সংস্থা সূত্রে খবর, যে আততায়ী শিনজো আবেকে গুলি করেছে, তার নাম টেটসুয়া ইয়ামাগামি
জাপানের নারা শহরেরই বাসিন্দা টেটসুয়া
advertisement
বছর ৪১-এর টেটসুয়া ইয়ামাগামি জাপানের ম্যারিটাইম সেলফ-ডিফেন্স ফোর্স-এর প্রাক্তন সদস্য
জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ নারা শহরেই এক কর্মসূচিতে বক্তৃতা করছিলেন শিনজো। সে সময়ই গুলি চালায় ওই আততায়ী। শিনজোর থেকে মাত্র ১০ ফিট দূরত্বে ছিল সে।
advertisement
গুলি চালানোর পর পালানোরও চেষ্টা করেনি আততায়ী।
বর্তমানে নারা নিশি পুলিশ স্টেশনে জেরা করা হচ্ছে শিনজো-র খুনিকে। জেরায় তার স্পষ্ট স্বীকারোক্তি, খুন করার উদ্দেশ্যেই সে গুলি চালিয়েছিল।
তদন্তকারীদের টেটসুয়া ইয়ামাগামি জানিয়েছে, শিনজোর প্রতি অসন্তুষ্ট ছিল সে, সে কারণেই তাঁকে হত্যার ছক কষেছিলেন।
নিজের বানানো বন্দুক দিয়েই গুলি চালিয়েছিল আততায়ী। বন্দুকটি শটগান
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Japan Ex PM Dead: ১০ ফিট দূরত্ব থেকে ঠাণ্ডা-মাথায় খুন করে শিনজো-কে, কে এই টেটসুয়া ইয়ামাগামি? হাড়হিম করা ৮-টি তথ্য
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement