Covid-19 Update India: দেশে এই মুহূর্তে করোনা আক্রান্ত ১,২৫,০২৮! একদিনে সংক্রমণ বেড়ে ১৮,৮৪০, মৃত ৪৩

Last Updated:

Covid-19 Deaths in India: কোভিড-১৯কে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে ৪,২৯,৫৩,৯৮০ হয়েছে। দেশে কোভিডে মৃত্যুর হার ১.২০ শতাংশ।

COVID-19 Update in India
COVID-19 Update in India
Covid-19 Cases in India: ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা একদিনে বাড়ল ১৮,৮৪০! ভারতে সংক্রমণের মোট সংখ্যা ছুঁল ৪,৩৬,০৪,৩৯৪। সক্রিয় সংক্রমণের সংখ্যা বেড়ে এই মুহূর্তে ১,২৫,০২৮! করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু ঘটেছে। দেশে কোভিডে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫,২৫,৩৮৬, শনিবার জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
সক্রিয় সংক্রমণ একদিনে বেড়েছে ২,৬৯৩ এবং এখন সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.২৯ শতাংশ। কোভিড-১৯ রোগ থেকে সেরে ওঠার হার ৯৮.৫১ শতাংশ, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে দৈনিক পজিটিভিটির হার ছিল ৪.১৪ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটির হার ৪.০৯ শতাংশ।
advertisement
advertisement
কোভিড-১৯কে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে ৪,২৯,৫৩,৯৮০ হয়েছে। দেশে কোভিডে মৃত্যুর হার ১.২০ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রক অনুযায়ী, কোভিড টিকাকরণ অভিযানের অধীনে দেশে এ পর্যন্ত ১৯৮.৬৫ কোটি কোভিড ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ২০২০ সালের ৭ অগাস্ট ২০ লাখ, ২৩ অগাস্ট ৩০ লাখ, ৫ সেপ্টেম্বর ৪০ লাখ এবং ১৬ সেপ্টেম্বর ৫০ লাখ ছাড়িয়ে যায়। ২৮ সেপ্টেম্বর ৬০ লাখ, ১১ অক্টোবর ৭০ লাখের সংক্রমণ সীমা ছাড়িয়ে যায় দেশ। ২৯ অক্টোবর ৮০ লাখ এবং ২০ নভেম্বর ৯০ লাখ আর ১৯ ডিসেম্বর এক কোটি সংক্রমণ ঘটে দেশে। গত বছরের ৪ মে দুই কোটি এবং ২৩ জুন তিন কোটি সংক্রমণ ঘটে। চলতি বছরের জানুয়ারিতে চার কোটি সংক্রমণের ভয়াবহ মাইলফলক অতিক্রম করেছে দেশ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid-19 Update India: দেশে এই মুহূর্তে করোনা আক্রান্ত ১,২৫,০২৮! একদিনে সংক্রমণ বেড়ে ১৮,৮৪০, মৃত ৪৩
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement