Coronavirus Updates: সামান্য কমল আক্রান্ত, বাড়ল দেশের দৈনিক মৃত্যু! বুস্টার ডোজে জোর দিচ্ছে কেন্দ্র
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Coronavirus Updates: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের।
দেশের করোনা গ্রাফ ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮,৮১৫ জন৷ গতকালের থেকে সামান্য কমল সংক্রমণ৷ গতকাল আক্রান্ত হন ১৮ হাজার ৯৩০ জন। তবে মৃত্যুর সংখ্যা বেড়েছে৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। এ নিয়ে দেশের এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,২২,৩৩৫ জন৷ দেশে পজিটিভিটি রেট ৪.৯৬ শতাংশ৷ সুস্থতার হার ৯৮.৫১ শতাংশ৷
করোনার বুস্টার ডোজ নেওয়ার বিষয়ে বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এত দিন কোভিডের দ্বিতীয় টিকা নেওয়ার ৯ মাস পর নেওয়া যেত বুস্টার ডোজ, এ বার সেই নিয়ম পাল্টে করে দেওয়া হল ৬ মাস। সারা দেশে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে এই ঘোষণা করে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
চিন্তা বাড়াচ্ছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট৷ ভারতে দেখা দিয়েছে করোনাভাইরাসের রূপ বিএ ২.৭৫। ইউরোপ এবং আমেরিকায়, BA.৪ এবং BA.৫-এর প্রকোপ বাড়ছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2022 1:21 PM IST