অসুস্থ পরিচালক অনীক দত্ত, ফুসফুসে সংক্রমণ নিয়ে ভর্তি হাসপাতালে

Last Updated:

বেশ কিছুদিন ধরে ফুসফুসে সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার খুব বেশি অসুস্থতা বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

#কলকাতা: অসুস্থ পরিচালক অনীক দত্ত। ফুসফুসে সংক্রমণ নিয়ে মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন পরিচালক। বেশ কিছুদিন ধরে ফুসফুসে সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার খুব বেশি অসুস্থতা বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
অনেক দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন অনীক। পরিচালককে একাধিক বার চিকিৎসা করানোর পরামর্শও দেন তাঁর পরিবারের সদস্যরা। তবে হাসপাতালে যেতে নারাজ ছিলেন অনীক। শ্যুটের ব্যস্ততার জন্য তিনি সময়ও পাচ্ছিলেন না। তবে শীত পড়ায় তাঁর শারীরিক সমস্যা আরও বাড়তে থাকে। এর পরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
advertisement
advertisement
জানা গিয়েছে, আপাতত আইসিইউ-তে রয়েছেন পরিচালক। তবে আপাতত স্থিতিশীল তিনি। তাঁর বেশ কিছু টেস্ট করানো হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, অতিরিক্ত ধূমপানের কারণে অনীকের সিওপিডি-র সমস্যা বেড়ে যায়। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
অসুস্থ পরিচালক অনীক দত্ত, ফুসফুসে সংক্রমণ নিয়ে ভর্তি হাসপাতালে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement