গেরুয়া বহু নায়িকার পছন্দের রং ছিল, পাঠান তরজায় আশা! বোর্ডের অনুমোদন পেয়েও গানে কাঁচি চালানো হবে?

Last Updated:

সূত্রের খবর, সিবিএফসি (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) এবং তার চেয়ারপার্সন প্রসূন যোশীর অনুমোদন পাওয়া সত্ত্বেও দীপিকার গেরুয়া বিকিনির শটগুলি মুছে নেওয়ার পরিকল্পনা করছেন ছবির নির্মাতারা।

#মুম্বই: চলতি মাসের ২৫ তারিখ মুক্তি পাবে 'পাঠান'। তার আগে ছবির গান 'বেশরম রং' নিয়ে বিতর্ক তুঙ্গে। গানটিতে দীপিকা পাড়ুকোনকে গেরুয়া বিকিনি পরে শাহরুখের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। তা নিয়ে আগে থেকেই রাজনৈতিক তরজা তুঙ্গে। তারই মাঝে সূত্রের খবর, সিবিএফসি (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) এবং তার চেয়ারপার্সন প্রসূন যোশীর অনুমোদন পাওয়া সত্ত্বেও দীপিকার গেরুয়া বিকিনির শটগুলি মুছে নেওয়ার পরিকল্পনা করছেন ছবির নির্মাতারা।
ওই গানের কিছু শট এবং গেরুয়া বিকিনি নিয়ে আপত্তি তুলেছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র-সহ আরও অনেকে। অযোধ্যার এক সাধু শাহরুখকে পুড়িয়ে মারার হুমকিও দেন। যাবতীয় বিতর্ককে পরাস্ত করে অবশেষে মুক্তির অপেক্ষায় 'পাঠান'। এরই মাঝে সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে।
advertisement
advertisement
সূত্রের দাবি, সিবিএফসি এবং যোশীর সম্মিলিত সিদ্ধান্ত, দীপিকার গেরুয়া বিকিনির শটগুলি "শাহরুখ খানের 'পাঠান' ছবিতে যেমন আছে তেমনই থাকতে দেওয়া হোক।" কিন্তু শাহরুখ খানের ঘনিষ্ঠ একটি সূত্র সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে যে পাঠানের টিম গানটি থেকে শটগুলি মুছে ফেলার কথা ভাবছে।
এর আগে শোনা গিয়েছিল, গানে দীপিকার নাচের কিছু ভঙ্গির জন্য এবং তাঁর শরীরের বিশেষ কিছু অংশ দৃশ্যমান বলে গানে কাঁচি চালাতে বলা হয়েছে। আর সে সব সংশোধনের পর জমা দিতে হবে বোর্ডের কাছে। তার পরেই নাকি সার্টিফিকেট পাওয়া যাবে।
advertisement
ইতিমধ্যে সিবিএফসির প্রাক্তন চেয়ারপার্সন আশা পারেখ চলতি বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তাঁর পরামর্শ যে গান নিয়ে এই পরিমাণ বিতর্ক তৈরি হয়েছে, সেটা সরিয়ে দেওয়াই ভাল। যদিও তিনি জোর গলায় জানিয়েছেন, এই ধরনের 'আক্রমণ'কে তিনি ব্যক্তিগতভাবে সমর্থন করেন না। তাঁর কথায়, বলিউড খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। শাহরুখের 'পাঠান', বা করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র মতো ছবি আবার ইন্ডাস্ট্রির সুদিন ফিরিয়ে আনতে পারে।
advertisement
বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, ''পাঠানকে কোনো বাধা ছাড়াই মুক্তি দেওয়া উচিত ছিল। সম্প্রতি একের পর এক আঘাতের শিকার হয়েছে যশ রাজ। তারা আরও একটি সহ্য করতে পারবে না। যদি গানটা সরিয়ে দিলে বাধাহীন ভাবে এই ছবি মুক্তি দেওয়া যেতে পারে, তা হলে তাই করা হোক। যদিও খুব স্পষ্টভাবে বলতে চাই, আমি এই ধরনের উত্পীড়নের সম্পূর্ণ বিরোধী। সমগ্র জাতির পক্ষে কোনটি ভাল এবং কোনটি নয় তা কেন কয়েক জন মিলে নির্ধারণ করবে? আপনি ছবিটি দেখতে চান না? দেখবেন না। আমি ছবিটি দেখতে চাই। আমাকে বাধা দিচ্ছেন কেন? কেন একটি নির্দিষ্ট রঙে একটি স্ট্যাম্প লাগানো হচ্ছে? প্রতিটি রং সমান সুন্দর। গেরুয়া আমাদের অনেক নায়িকার পছন্দের রং ছিল। ধরুন আপনাকে বলা হচ্ছে, এই রংয়ের পোশাক পরবেন না, সেই রং গায়ে তুলবেন না। এটা তো গুন্ডামি। কোনও রঙের উপর কোনও সম্প্রদায় মালিকানা দাবি করতে পারে না।''
বাংলা খবর/ খবর/বিনোদন/
গেরুয়া বহু নায়িকার পছন্দের রং ছিল, পাঠান তরজায় আশা! বোর্ডের অনুমোদন পেয়েও গানে কাঁচি চালানো হবে?
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement