সাফল্যের শীর্ষে তোমাকে দেখতে চাই... জন্মদিনে দীপিকাকে বিশেষ শুভেচ্ছাবার্তা শাহরুখের

Last Updated:
সিনেমা মুক্তির মাসেই জন্মদিন বলি-সুন্দরীর৷
1/5
জন্মদিনে দীপিকাকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন শাহরুখ৷ এদিন কিং খান লেখেন, আমার প্রিয় দীপিকাকে জন্মদিনের শুভেচ্ছা৷ তুমি কীভাবে প্রতিটি অবতারে নিজেকে ফুটিয়ে তুলতে পার জানি না৷ সবসময়ে তোমার আরও সাফল্য কামনা করি৷ শুভ জন্মদিন, অনেক ভালবাসা৷
জন্মদিনে দীপিকাকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন শাহরুখ৷ এদিন কিং খান লেখেন, আমার প্রিয় দীপিকাকে জন্মদিনের শুভেচ্ছা৷ তুমি কীভাবে প্রতিটি অবতারে নিজেকে ফুটিয়ে তুলতে পার জানি না৷ সবসময়ে তোমার আরও সাফল্য কামনা করি৷ শুভ জন্মদিন, অনেক ভালবাসা৷
advertisement
2/5
'পাঠান'-এ দীপিকার থেকে চোখ ফেরানো দায়! এক-সে-বরকর এক মোনোকিনিতে তুফান ডেকেছেন সুন্দরী
'পাঠান'-এ দীপিকার থেকে চোখ ফেরানো দায়! এক-সে-বরকর এক মোনোকিনিতে তুফান ডেকেছেন সুন্দরী
advertisement
3/5
'পাঠান' সিনেমার গান 'বেশরম রং' রং প্রকাশের পর সমালোচনার মুখে দীপিকা পাড়ুকোন। কিন্তু সে সবকে খুব একটা প্রশ্রয় দেননি তিনি৷
'পাঠান' সিনেমার গান 'বেশরম রং' রং প্রকাশের পর সমালোচনার মুখে দীপিকা পাড়ুকোন। কিন্তু সে সবকে খুব একটা প্রশ্রয় দেননি তিনি৷
advertisement
4/5
বিশ্বের প্রথম অভিনেত্রী হিসেবে ১৮ নভেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা। যেই খবর গর্বিত করছে গোটা দেশকে।
বিশ্বের প্রথম অভিনেত্রী হিসেবে ১৮ নভেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা। যেই খবর গর্বিত করছে গোটা দেশকে।
advertisement
5/5
১০ জানুয়ারি মুক্তি পাবে 'পাঠান'-এর ট্রেলার। ছবিটির মুক্তির ঠিক দু'সপ্তাহ আগে তার প্রচার ঝলক প্রকাশ্যে আনা হচ্ছে। দর্শকের উত্তেজনার পারদ বাড়িয়ে তুলতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। সিনেমা মুক্তির মাসেই জন্মদিন বলি-সুন্দরীর৷ তবে শাহরুখের শুভেচ্ছার কী উত্তর তিনি দেন, এখন সেটাই অবশ্য দেখার৷
১০ জানুয়ারি মুক্তি পাবে 'পাঠান'-এর ট্রেলার। ছবিটির মুক্তির ঠিক দু'সপ্তাহ আগে তার প্রচার ঝলক প্রকাশ্যে আনা হচ্ছে। দর্শকের উত্তেজনার পারদ বাড়িয়ে তুলতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। সিনেমা মুক্তির মাসেই জন্মদিন বলি-সুন্দরীর৷ তবে শাহরুখের শুভেচ্ছার কী উত্তর তিনি দেন, এখন সেটাই অবশ্য দেখার৷
advertisement
advertisement
advertisement