Dhanush and Aishwarya Divorce : ১৮ বছরের দাম্পত্য ভাঙলেন ধনুষ ও ঐশ্বর্যা

Last Updated:

Dhanush and Aishwarya Divorce : তাঁরা যৌথভাবে বিচ্ছেদ-সিদ্ধান্ত নিয়েছেন

মুম্বই : রজনীকান্তকন্যা ঐশ্বর্যার (Aishwarya) সঙ্গে ১৮ বছরের দাম্পত্যে ইতি টানলেন ধনুষ (Dhanush)৷ তাঁরা যৌথভাবে বিচ্ছেদ-সিদ্ধান্ত নিয়েছেন৷ সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েছেন দুই তারকাই৷ ‘কোলাভেরি ডি’ খ্যাত অভিনেতা ধনুষ ট্যুইটারে লিখেছেন, ‘‘একে অপরের শুভাকাঙ্ক্ষী, বাবা মা হিসেবে বন্ধু ও জুটি হিসেবে ১৮ বছরের একাত্মতা৷ এই যাত্রা বৃদ্ধির, উপলব্ধির, মানিয়ে নেওয়ার এবং আত্তীকরণের৷ আমরা আজ এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের দু’জনের পথ আলাদা হয়ে গিয়েছে৷ ঐশ্বর্যা এবং আমি জুটি হিসেবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ ভালর জন্য দু’জনকে পৃথক ব্যক্তি হিসেবে উপলব্ধি করব৷’’ একসই সঙ্গে অভিনেতার আর্জি, তাঁদের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাবেন সকলে৷ তাঁদের ব্যক্তিগত পরিসরকেও সম্মান করা হবে বলে তাঁর অনুরোধ (Dhanush and Aishwarya divorce)৷
আরও পড়ুন : বলিউডের একাধিক বিখ্যাত নাচের রূপকার পণ্ডিত বিরজু মহারাজ, দেখুন ভিডিও
একই বিবৃতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঐশ্বর্যাও৷ কোনও ক্যাপশন না দিয়ে তাঁরও আবেদন, অন্যদের উপলব্ধি এবং ভালবাসা৷ পোস্টের শেষে নিজের নাম তিনি লিখেছেন ‘ঐশ্বর্যা রজনীকান্ত’ হিসেবে৷
advertisement
advertisement
২০০৪ সালের ১৮ নভেম্বর বিয়ে করেন ধনুষ এবং ঐশ্বর্যা৷ তাঁদের দুই ছেলে নাম যাত্রা এবং লিঙ্গা৷ বড় ছেলের জন্ম হয় ২০০৬ সালে৷ ছোট ছেলে দাদার থেকে চার বছরের ছোট৷ ধনুষকে শেষ বার দেখা গিয়েছে ‘আটরঙ্গী রে’ ছবিতে৷ এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সারা আলি খান এবং অক্ষয়কুমার৷ অন্যদিকে, রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যাও পেশায় একজন পরিচালক এবং প্লেব্যাক গায়িকা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dhanush and Aishwarya Divorce : ১৮ বছরের দাম্পত্য ভাঙলেন ধনুষ ও ঐশ্বর্যা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement