Debina-Gurmeet: প্রথম বার কন্যার ছবি পোস্ট করলেন বঙ্গতনয়া দেবিনা বন্দ্যোপাধ্যায় ও স্বামী গুরমিত
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Debina Bonnerjee and Gurmeet Choudhary: ছবিতে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বাবা এবং মা। দু'জনেই চুমু খাচ্ছেন মেয়েকে। ছোট্ট লিয়ানা অবশ্য ক্যামেরার দিকে মন দিয়েছে।
#মুম্বই: গত ৩ এপ্রিল মাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন টেলিভিশনের তারকা দম্পতি দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিত চৌধুরি। ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন, 'কন্যাসন্তান হয়েছে। সকলের ভালবাসা এবং আশীর্বাদের জন্য কৃতজ্ঞ আমরা।' সঙ্গে একটি ভিডিয়ো দিয়েছিলেন গুরমিত। যেখানে দেখা গিয়েছিল, মা-বাবার দুই হাতের মাঝে ফুলের মতো ফুটে উঠছে ছোট্ট একটি হাত। তার কয়েক দিনের মধ্যেই মেয়ের একটি ছবি পোস্ট করেছিলেন দেবিনা-গুরমিত। কিন্তু তাতে মুখ দেখা যাচ্ছিল না। এ বার মেয়ের চেহারা প্রকাশ্যে আনলেন পর্দার রাম এবং সীতা।
মেয়ের নাম আগেই জানিয়েছিলেন দেবিনা। লিয়ানা চৌধুরি। তার জন্য ইনস্টাগ্রামে একটি প্রোফাইলও খুলেছেন বাবা-মা। নিজের প্রোফাইল ছাড়াও সেখানে মেয়ের প্রথম ছবি পোস্ট করেছেন দেবিনা। সঙ্গে লিখেছেন, 'এই হল আমাদের লিয়ানা। যাঁরা লিয়ানাকে দেখতে চেয়েছিলেন, তাঁদের জন্য রইল মেয়ের প্রথম ছবি। যাঁরা ওর জন্য প্রার্থনা করেছেন এবং এত দিন ধরে অপেক্ষা করেছেন, তাঁদেরকে অনেক ধন্যবাদ। আমরা যে এত সুন্দর পৃথিবীতে বাস করি, সেটা জেনেই মন ভরে যায়।'
advertisement
advertisement
advertisement
ছবিতে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বাবা এবং মা। দু'জনেই চুমু খাচ্ছেন মেয়েকে। ছোট্ট লিয়ানা অবশ্য ক্যামেরার দিকে মন দিয়েছে। সাদা রঙের জামা এবং হেয়ারব্যান্ডে সেজে উঠেছে একরত্তি। ছবির তলায় আদরে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সঙ্গে রয়েছেন তারকারাও। অনিতা হসনন্দানি, মাহী ভিজ, কিশ্বের মার্চেন্ট, মানসী যোশী রায় প্রমুখ লিয়ানাকে ভালবাসা জানিয়েছেন।
advertisement
অন্তঃসত্ত্বা থাকাকালীনই দেবিনা জানিয়েছিলেন, অনেক যন্ত্রণা পেরিয়ে আজ তিনি সফল। বেশ কয়েক বছর ধরে মা হওয়ার চেষ্টা করেছেন তিনি। কিন্তু শারীরিক জটিলতা, বিভিন্ন অস্ত্রোপচার করার কারণে সন্তান ধারণ করতে পারছিলেন না তিনি। বারবার চিকিৎসকের কাছে ‘না’ শুনতে ভাল লাগত না তাঁর। কিন্তু আজ তিনি এক জন মা। স্বপ্ন সফল হয়েছে তাঁর।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 03, 2022 7:53 PM IST