KBC 17: অমিতাভের সামনে সোফিয়া কুরেশি-ব্যোমিকা সিং! কেবিসি-তে কত টাকা জিতলেন অপারেশন সিঁদুরের দুই মুখ?

Last Updated:

KBC 17: অপারেশন সিঁদুরের দুই মুখ কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব‍্যোমিকা সিং অতিথি হয়ে আসছেন কৌন বনেগা ক্রোড়পতির স্বাধীনতা দিবসের বিশেষ পর্বে

অমিতাভের সামনে সোফিয়া কুরেশি-ব্যোমিকা সিং! কেবিসি-তে কত টাকা জিতলেন অপারেশন সিঁদুরের দুই মুখ?
অমিতাভের সামনে সোফিয়া কুরেশি-ব্যোমিকা সিং! কেবিসি-তে কত টাকা জিতলেন অপারেশন সিঁদুরের দুই মুখ?
মুম্বই: অপারেশন সিঁদুরের দুই মুখ কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব‍্যোমিকা সিং অতিথি হয়ে আসছেন কৌন বনেগা ক্রোড়পতির স্বাধীনতা দিবসের বিশেষ পর্বে। অমিতাভ বচ্চনের সঞ্চালনায় এই বিখ‍্যাত রিয়‍্যালিটি শোতে ব‍্যোমিকা সিং এবং সোফিয়া কুরেশি পাশাপাশি ভারতীয় নৌবাহিনী থেকে থাকবেন কমান্ডার প্রেরণা দিওস্থালি। সূত্রের খবর, স্বাধীনতা দিবসের পর্বে হটসিটে থাকবেন এই তিন মহিলা অফিসার।
অপারেশন সিঁদুর সম্পর্কিত তথ‍্য দিতে মিডিয়া সামনে ছিলেন ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি এবং বায়ুসেনার উইং কমান্ডার ব‍্যোমিকা সিং। এবার কেবিসির হট সিটে এসেও ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কিত একাধিক তথ‍্য জানিয়েছেন সোফিয়া কুরেশি। ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনা সম্পর্কিত বেশকিছু রোমাঞ্চকর গল্প দর্শকের জানালেন ব‍্যোমিকা সিং এবং প্রেরণা দিওস্থালি।
advertisement
advertisement
কর্নেল কুরেশি বলেছিলেন, “পাকিস্তান বারবার এটি করছিল, তাই প্রতিক্রিয়া জানানো প্রয়োজন ছিল। এজন্যই অপারেশন সিন্দুর পরিকল্পনা করা হয়েছিল। এটা নতুন ভারত, নতুন চিন্তা নিয়ে এগোবে।” উইং কমান্ডার ব‍্যোমিকা সিং যোগ করেছিলেন, “রাত ১:০৫ থেকে ১:৩০ পর্যন্ত, মিশনটি ২৫ মিনিটে সম্পন্ন হয়েছিল।” কমান্ডার প্রেরণা দিওস্থালি বলেছিলেন, “টার্গেটগুলি ধ্বংস করা হয়েছিল এবং কোনও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হননি।”
advertisement
ভারতীয় সেনার তিন সাহসী অফিসার শুধু গল্প বলেছেন তাই নয়, তাঁরা জিতেছেন ২৫ লক্ষ টাকাও। ৫০ লক্ষ টাকার প্রশ্নের উত্তর দিতে যাচ্ছিলেন, তখন টাইম-আউট বাজার বেজে যাওয়ায় গেম শেষ করতে বাধ‍্য হন।
advertisement
শোয়ের ইতিহাসে প্রথমবারের মতো, সশস্ত্র বাহিনীর তিনজন মহিলা অফিসার হট সিট শেয়ার করেছিলেন, তাদের সাহস, মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কে অন্তর্দৃষ্টি এবং সামরিক বাহিনীতে মহিলাদের পরিবর্তিত ভূমিকা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। পর্বের শেষে, তারা ঘোষণা করেছিলেন যে পুরস্কারের অর্থ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের কল্যাণ তহবিলে দান করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
KBC 17: অমিতাভের সামনে সোফিয়া কুরেশি-ব্যোমিকা সিং! কেবিসি-তে কত টাকা জিতলেন অপারেশন সিঁদুরের দুই মুখ?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement