Crime: রাতের অন্ধকারে ধাবার আড়ালে চলত ‘অন‍্য ব‍্যবসা’! গ্রেফতার বিজেপি নেতা, বড় কাণ্ড রামনগরে

Last Updated:

Crime: পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

রাতের অন্ধকারে ধাবার আড়ালে চলত ‘অন‍্য ব‍্যবসা’! গ্রেফতার বিজেপি নেতা, বড় কাণ্ড রামনগরে
রাতের অন্ধকারে ধাবার আড়ালে চলত ‘অন‍্য ব‍্যবসা’! গ্রেফতার বিজেপি নেতা, বড় কাণ্ড রামনগরে
পূর্ব মেদিনীপুর: ধাবার আড়ালে গোপনে মদ বিক্রির অভিযোগ। রাতের অন্ধকারে পুলিশের হাতে ধরা পড়লেন বিজেপির দাপুটে নেতা। পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, ওই বিজেপি নেতার নাম গোপাল মৌরি। তিনি বিজেপি যুব মোর্চার কাঁথি সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বলেও জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই বিজেপি নেতা রামনগরের মাগুর ফ্যাক্টরি এলাকায় রাস্তার ধারে এক ধাবা খুলেছিলেন। সেই ধাবার আড়ালে গোপনে অবৈধ মদ বিক্রি করতেন বলে অভিযোগ।
advertisement
advertisement
সম্প্রতি এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতারাও। এরপর শুক্রবার রাতে তাকে ওই ধাবা থেকে গ্রেফতার করেছে রামনগর থানার পুলিশ। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime: রাতের অন্ধকারে ধাবার আড়ালে চলত ‘অন‍্য ব‍্যবসা’! গ্রেফতার বিজেপি নেতা, বড় কাণ্ড রামনগরে
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement