Chris Peluso Death: জটিল মানসিক রোগ ৪০-এ কেড়ে নিল প্রাণ, প্রয়াত জনপ্রিয় এই অভিনেতা

Last Updated:

Chris Peluso Death: বিনোদন জগতের সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ একের পর এক খারাপ খবর৷ প্রয়াত অভিনেতা গায়ক ক্রিস পেলুসো৷

ফের নক্ষত্রপতন৷ বিনোদন জগতের সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ একের পর এক খারাপ খবর৷ প্রয়াত অভিনেতা গায়ক ক্রিস পেলুসো৷ মাত্র ৪০ বছর বয়সে অকালে চলে গেলেন অভিনেতা৷ ক্রিসের মৃত্যুর খবর তার পরিবারের লোকেরা নিশ্চিত করেছে৷ তবে মৃত্যুর আসল কারণ এখনও জানা যায়নি৷
দীর্ঘদিন ধরেই জটিল রোগ স্কিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডারের মতো মানসিক রোগে ভুগছিলেন অভিনেতা৷ এটি এমন একটি রোগ যা হলে মানসিক সমস্যা সিজোফ্রেনিয়া এবং মুড ডিসঅর্ডারের মতো লক্ষণ দেখা যায়৷ এই কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিরা অবসাদের সমস্যায় ভোগেন৷ নিয়মিত ওষুধ ও থেরাপির মধ্যেই থাকতে হয়৷ এই রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই মঞ্চে সেভাবে পারফর্ম করতে পারেননি তিনি৷
advertisement
advertisement
ক্রিসের মানসিক স্বাস্থ্য দিনদিন এতটাই খারাপ হতে শুরু করেছিল যে স্ত্রী ও ছোট সন্তানকে রেখে আমেরিকাতেও চিকিৎসা করাতেও যেতে হয়েছিল৷ জানা গেছে, ক্রিসের জন্য একটি অনুদান প্রকল্প চালু করা হয়েছিল, যেখানে তার সকল ভক্তরা চিকিৎসার জন্য দান করেছিলেন৷ গত প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্কি ছিলেন৷ তারপরও আর শেষরক্ষা হল না৷ স্ত্রী সন্তানকে রেখে না ফেরার দেশে চলে গেলে জনপ্রিয় অভিনেতা৷ প্রতিভাসম্পন্ন এই তারকার মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Chris Peluso Death: জটিল মানসিক রোগ ৪০-এ কেড়ে নিল প্রাণ, প্রয়াত জনপ্রিয় এই অভিনেতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement