হট পোশাকে ভাইরাল সানি লিওন ! দেখুন ছবি

Last Updated:

হট পোশাকে সানি লিওনের এই ছবি মুহূর্তে ভাইরাল হয় সো্শ্যাল মিডিয়া্য়।

photo source Instagram
photo source Instagram
#মুম্বই: সানি লিওন। বলিউডের অন্যতম নায়িকাদের মধ্যে একজন। তবে বলিউডে ছবি করার আগে তিনি অভিনয় করতে নীল ছবিতে। এ কথা সবারই জানা। ভারতীয় বংশভূত সানি নীল ছবিতে জনপ্রিয়তা পাওয়ার পর ফিরে আসেন দেশে। বলিউডি ছবিতে অভিনয় করতে চান। তবে বলিউডে কাজ পেতে প্রথমটায় সানিকে বেশ বেগ পেতে হয়েছিল। যদিও সানি লিওন তাঁর কাজের দক্ষতা দিয়ে বুঝিয়েছেন তিনি ভাল অভিনেত্রী। তিনি কোন ছবিতে অভিনয় করতেন সেটা বড় কথা নয়। তিনি একজন ভাল মনের মানুষ।
সানি লিওন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও বেশ জনপ্রিয়। তিনি নিজের জীবনের নানা কিছু পোস্ট করে থাকেন তাঁর অ্যাকাউন্টে। সম্প্রতি সানি তাঁর ইনস্টা প্রোফাইলে কিছু ছবি পোস্ট করেছেন। হট পোশাকে সানি লিওনের এই ছবি মুহূর্তে ভাইরাল হয় সো্শ্যাল মিডিয়া্য়।
View this post on Instagram

Hello Ji

view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হট পোশাকে ভাইরাল সানি লিওন ! দেখুন ছবি
Next Article
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE