নীল ছবির রানি মিয়া খালিফা এবার টিকটকে ! ভিডিও পোস্ট করতেই কয়েক লক্ষ ভিউ !

Last Updated:

টিকটকে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কয়েক লক্ষ ভিউয়ার পেয়ে যান তিনি।

#মুম্বই: মিয়া খালিফা ! নীল ছবির অন্যতম জনপ্রিয় মুখ তিনি। পর্নস্টার হিসেবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে ছিলেন তিনি। কিন্তু বেশ কিছু সময় নীল ছবিতে কাজ করার পর অভিনয় ছাড়েন তিনি। নীল ছবির অভিনয় ছেড়ে অন্য কিছু করতে চান। শোনা গিয়েছিল সানি লিওনের মতো অভিনয়ে আসতে চান তিনি। কিন্তু এর পর আর কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি তাঁকে। এবার মিয়া খালিফা টিকটকে নিজের অ্যাকাউন্ট খুললেন।
@miakhalifaNot too self conscious to post this draft anymore CAUSE MY NOSE CUTE AF NOW ##OLDNOSE ##RIP♬ Hot boyfriend check - samanthakarinaort
advertisement
মিয়া একটি ইন্টারভিউতে জানিয়েছেন, "আমি টিকটকে অ্যাকাউন্ট খুলে বেশ খুশি। এখানে আমার ফ্যানরা আমার সঙ্গে কমেন্টে সরাসরি কথা বলে। অনেক সময় বেশ খারাপ লাগে সে সব কমেন্ট। আবার মন ভাল করা কথাও লেখেন অনেকে। আমি তাঁদের সঙ্গে নিজেই কথা বলি। আমি তাঁদের সকলকে নিজের বন্ধু ভাবি। এটা একটা অন্য জগত আমার জন্য।" টিকটকে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কয়েক লক্ষ ভিউয়ার পেয়ে যান তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নীল ছবির রানি মিয়া খালিফা এবার টিকটকে ! ভিডিও পোস্ট করতেই কয়েক লক্ষ ভিউ !
Next Article
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE