Manike Mage Hithe Singer Yohani: এবার হিন্দি গান গেয়ে ফের ভাইরাল 'মানিকে মাগে হিতে' গায়িকা ইয়োহানি, শুনেছেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
এবার বলিউডপ্রেমীদের জন্য উপহার দিলেন সিংহলি গায়িকা ইয়োহানি (Manike Mage Hithe Singer Yohani)।
#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া এবং তাতে নানা ভিডিও-ছবি ট্রেন্ডিংয়ের যুগ। সম্প্রতি সিংহলি গায়িকা ইয়োহানি ডি সিলভার (Yohani de Silva) 'মানিকে মাগে হিতে' (Manike Mage Hithe) গানে মুগ্ধ গোটা বিশ্ব। এই গানটি প্রকাশ্যে আসার পর থেকেই গায়িকা ও তাঁর গান মুগ্ধ করেছে অসংখ্য মানুষকে।
এবার বলিউডপ্রেমীদের জন্য উপহার দিলেন সিংহলি গায়িকা ইয়োহানি (Manike Mage Hithe Singer Yohani)। গাইলেন হিন্দি গান। আর ফের একবার সেই গান গেয়ে ভাইরাল হয়েছেন তিনি। এতদিন তিনি নেটমাধ্যমে কাঁপিয়েছেন 'মানিকে মাগে হিতে' গানটি দিয়ে। এবার তিনি কাঁপালেন একটি হিন্দি গান দিয়ে। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের 'ওম শান্তি ওম' ছবির 'তুমকো পায়া হ্যায় তো' গানটি গেয়েছেন ইয়োহানি। নিজে হাতে মিউজিক্যাল ইনস্ট্রুম্যান্টও বাজিয়েছেন। শুনে বোঝাই যাচ্ছে এই গানটিকেও তিনি ভালো রপ্ত করেছেন। তাঁর গলায় এই জনপ্রিয় হিন্দি গানটি নতুন করে দারুণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
শ্রীলঙ্কার এই জনপ্রিয় গায়িকা কিন্তু ক্যারিয়ার শুরু করেছেন ইউটিউবের মাধ্যমেই। তবে তিনি শুধু গায়িকা নন, লিরিসিস্ট এবং সংগীত প্রযোজকও বটে। তাঁর বাবা ও মাও একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। বিদেশে গিয়ে তিনি লজিস্টিক নিয়ে পড়াশোনাও করে এসেছেন। 'মানিকে মাগে হিতে' (Manike Mage Hithe) লাইনটির বাংলা তর্জমা করা হলে এর অর্থ দাঁড়ায় তুমি আমার চোখের মণি। তবে এই লাইনের রয়েছে আরেকটি অর্থও, তোমার সৌন্দর্য থেকে চোখ সরানো দায়! ঠিক সেইভাবে এই গানের প্রেমে পড়েছেন আপামর সংগীতপ্রেমীরা।
advertisement
আরও পড়ুন: গান তো শুনেছেন, ভাইরাল গান 'মানিকে মাগে হিতে'-র বাংলা অর্থ জানেন কি?
গানটি এতটাই ভাইরাল হয়েছে যে সারা বিশ্বের একাধিক তারকারাও এই গানটি নিয়ে রিল ভিডিও বানিয়ে ফেলেছেন। খোদ অমিতাভ বচ্চন এবং তার নাতনি আরাধ্যাও 'মানিকে মাগে হিতে'র একটি রিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এত ভাইরাল হয়েছে যে গান, সেই গানটি এ পর্যন্ত ইংরেজি অথবা বাংলা ভাষাতে অথবা অন্য কোনও ভাষাতে গানের অর্থ সেভাবে প্রকাশ করা হয়নি। তবে হ্যাঁ, হিন্দি, বাংলা, ইংরেজি-সহ অন্যান্য ভাষাতে আসল গানের সুরে সুর মিলিয়ে গান তৈরি হয়েছে। সেগুলিও বেশ ভাইরাল হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2021 7:51 PM IST