Katrina Kaif | Vicky Kaushal: ক্যাটরিনা ও ভিকির সম্পর্ক কতদূর? এবার মুখ খুললেন অভিনেতার ভাই সানি কৌশল

Last Updated:

Katrina Kaif | Vicky Kaushal: বলিউডে কান পাতলেই এখন শোনা যায় অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রেমের গুঞ্জন। বাগদান পর্ব পর্যন্ত গুজব ছড়ালেও দুজনের কেউই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।

তাহলে কি সম্পর্কে স্বীকৃতি! ভিকির ছবির স্ক্রিনিং-এ হাজির 'বিশেষ বন্ধু' ক্যাটরিনা
তাহলে কি সম্পর্কে স্বীকৃতি! ভিকির ছবির স্ক্রিনিং-এ হাজির 'বিশেষ বন্ধু' ক্যাটরিনা
#মুম্বই: বলিউডে কান পাতলেই এখন শোনা যায় অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা (Katrina Kaif) কাইফের প্রেমের গুঞ্জন। বাগদান পর্ব পর্যন্ত গুজব ছড়ালেও দুজনের কেউই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। একাধিকবার পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেও মুখে কুলুপ ক্যাটরিনা ও ভিকির। সম্প্রতি ভিকি কৌশলের ভাই সানি কৌশল (Sunnu Kaushal) মুখ খুললেন ক্যাটরিনা সম্পর্কে।
এক সংবাদমাধ্যম সাক্ষাৎকারে সানিকে ক্যাটরিনা (Katrina Kaif) সম্পর্কে জিজ্ঞাসা করে। উত্তরে সানি বলেন, "আমার সঙ্গে দেখা হয়েছে ক্যাটরিনার। 'দ্য ফরগটেন আর্মি' যখন মুক্তি পেল তখন ক্যাটরিনা ওখানে ছিল। কারণ ও কবীর খানের খুব ভালো বন্ধু। ওর সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে। ও খুবই মিষ্টি।"
ভিকি (Vicky Kaushal) কৌশলের সঙ্গে ক্যাটরিনার গুজব নিয়েও জিজ্ঞাসা করা হয় সানি কৌশলকে। সেই সময়ে তিনি উত্তরে বলেন, সত্যি এটা ভীষণ মজার। আমরা সবাই হাসছিলাম। আমরা যখন সকালে উঠে খবরটা পড়লাম, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছিল। কিছুদিন আগেই খবর ছড়ায় ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal) নাকি গোপনে বাগদান সেরেছেন। নেট দুনিয়া সরগরম হয়ে ওঠে এই খবরে। কিন্তু ক্যাটরিনা কাইফের মুখপাত্র জানিয়েছিলেন, খবরটি নাকি স্রেফ গুজব।
advertisement
advertisement
কিন্তু বলিউডে খবর, সত্যিই সম্পর্কে রয়েছেন দুই তারকা। সেই খবর ফাঁস করেছেন দুই তারকার বন্ধু তথা অভিনেতা হর্ষবর্ধন কাপুর। তিনি বলেছিলেন, সংবাদমাধ্যমকে বলেছিলেন, "ভিকি ও ক্যাটরিনা একসঙ্গেই রয়েছে। এটা সত্যিই। কিন্তু এটা বলার জন্য আমায় কি সমস্যায় পড়তে হবে? আমি জানি না।" সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত শেরশাহ-র স্ক্রিনিং এ একসঙ্গে গিয়েছিলেন ক্যাটরিনা ও ভিকি। তবে পাপারাজ্জিদের ক্যামেরায় একসঙ্গে ধরা দেননি। ২০১৯-এও একসঙ্গে ডিনার ডেটে গিয়ে ধরা পড়েন দুই তারকা। সেই সময়ে সেই ছবি সোশ্যালে মুহূর্তে ছড়িয়ে পড়ে।
advertisement
ক্যাটরিনা ও ভিকির (Vicky Kaushal) গুঞ্জন প্রকাশ্যে আসতেই অনেকে জানিয়েছিলেন এই জুটি তাদের ভীষণ পছন্দ। কেউ আবার তাদের একসঙ্গে ডাকেন 'ভিকট্রিনা' বা 'ভিকক্যাট'। ক্যাটরিনা ও ভিকির গুঞ্জন প্রকাশ্যে আসতেই অনেকে জানিয়েছিলেন এই জুটি তাদের ভীষণ পছন্দ। কেউ আবার তাদের একসঙ্গে ডাকেন 'ভিকট্রিনা' বা 'ভিকক্যাট'।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Katrina Kaif | Vicky Kaushal: ক্যাটরিনা ও ভিকির সম্পর্ক কতদূর? এবার মুখ খুললেন অভিনেতার ভাই সানি কৌশল
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement